ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ বিমানকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৬

শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ বিমানকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ এক বিমানকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেকানিক মোঃ লিয়াকত আলীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার সন্ধ্যা ৭টায় শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে লিয়াকতের দেহ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক মোহাম্মদ সফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনটি প্যাকেটে মোট ৩০টি বার লুকানো অবস্থায় পাওয়া যায়। মোহাম্মদ সফিউর রহমান বলেন, লিয়াকত এ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ইকে ৫৮৬-এর ভেতরে সিট নম্বর ২৩ হতে স্বর্ণবারগুলো সংগ্রহ করে। সেগুলো নিজের জুতোয় লুকিয়ে ফেলে। আটক প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। সে হিসেবে বারগুলোর মোট ওজন ৩ কেজি ৪৫০ গ্রাম।
×