ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলকাতার কাছে বিশাল অস্ত্র কারখানার সন্ধান

প্রকাশিত: ০৮:৪৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

কলকাতার কাছে বিশাল অস্ত্র কারখানার  সন্ধান

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ শহরতলীর রবীন্দ্রনগর থানা এলাকার খানকুলি এলাকায় এক অস্ত্র কারখানার হদিস পেয়েছে পুলিশ। নাইনএমএম ও ওয়ান শটারসহ প্রায় শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার সুনীল চৌধুরী। খবর আনন্দবাজার পত্রিকার। মুঙ্গেরের দুই কারিগরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। ওই এলাকায় একটি ঘরে অস্ত্র তৈরি করা হতো এবং অন্য একটি ঘরে তৈরি অস্ত্র রাখা হতো। এ দিন দুপুরে ওই কারখানায় হানা দেয় দক্ষিণ ২৪ পরগনার স্পেশাল অপারেশনস গ্রুপ। তখন কারখানায় অস্ত্র তৈরি হচ্ছিল। পুলিশের কথায়, হাতেনাতে ধরা হয়েছে ওই কারিগরদের। কারখানায় লেদ মেশিন, গ্যাস সিলিন্ডার ও নানা যন্ত্র মিলেছে। পুলিশ জানায়, কারখানা থেকে দক্ষিণ শহরতলী এলাকায় অস্ত্র পাচার করা হতো বলে জেরায় স্বীকার করেছে ধৃতরা।
×