ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইনে আয়কর রিটার্ন জমা চলতি করবর্ষেই

প্রকাশিত: ০৮:০৩, ৮ সেপ্টেম্বর ২০১৬

অনলাইনে আয়কর রিটার্ন জমা চলতি করবর্ষেই

অনলাইনে আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) এতদিন নেয়া যেত, কিছু ক্ষেত্রে রিটার্নও জমা দেয়া যেত। তবে চলতি করবর্ষ থেকে ঘরে বসে অনলাইনে আয়কর বিবরণী জমা দিতে পারবেন সব করদাতা। ডিজিটাল এ পদ্ধতিতে কর পরিশোধও করা যাবে ই-পেমেন্টের মাধ্যমে। জমা দেয়া বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্রও মিলবে অনলাইনে। খবর বাসসর। ডিজিটাল এ কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগের স্ট্রেনদেনিং গবর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রকল্পের (এসজিএমপি) আওতায় বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠপর্যায়ের ৬৪৯টি আয়কর সার্কেল অফিস মূল সার্ভারের ডিজিটাল সংযোগে যুক্ত হবে। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বুধবার বাসসকে বলেন, অনলাইনে আয়কর বিবরণী জমা দেয়া সংক্রান্ত প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাস থেকে অনলাইনে করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন।
×