ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা

ঢাকা দক্ষিণের কাউন্সিলর সাসপেন্ড

প্রকাশিত: ০৭:৫৫, ৮ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা দক্ষিণের কাউন্সিলর সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ জনস্বার্থে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে জনস্বার্থবিরোধী কাজে উৎসাহ প্রদানের মাধ্যমে বাধা দেয়া এবং দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়। উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় নিজ উদ্যোগে কাউন্সিলরকে সাময়িক বহিষ্কার করেছে বলে জানা গেছে। ডিএসসিসির কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে বিদ্যমান অবৈধ ট্রাকস্ট্যান্ডের উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় ট্রাকচালক ও শ্রমিকদের উসকানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেন এবং রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দেন। এছাড়া ওই সময় তিনি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া একজন জনপ্রতিনিধি হিসেবে সিটি কর্পোরেশনের সম্পত্তি রক্ষা ও যানজটমুক্ত নগরী গড়ায় ভূমিকা না রেখে তিনি জনস্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন। অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণে তাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তা করেননি। তাই কাজী হাবিবুর রহমানের এই অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০নং আইন) এর ধারা ১২এর উপধারা (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। জানা গেছে, কাজী হাবিবুর রহমান হাবু ওয়ার্ড কাউন্সিলরের পাশাপাশি বর্তমানে শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ট্রাক চালক ইউনিয়নেরও নেতা। সায়েদাবাদ ব্রিজের পাশে ও ফ্লাইওভারের নিচের ট্রাকস্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে তার নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছে বলে সূত্র জানায়।
×