ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পান্থ আফজাল

নাটকের সম্ভার

প্রকাশিত: ০৬:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৬

নাটকের সম্ভার

সাবলেট গুবলেট এবং বউগিরি তুহিন হোসেনের পরিচালনায় এই ঈদে বেশ কয়েকটি নাটক দেশের বিভিন্ন বেসরকারী টেলিভিশনে সম্প্রচারিত হবে।তার মধ্যে এনটিভি-তে সাত পর্বের সুপার কমেডি নাটক সাবলেট গুবলেট ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত একটানা প্রচারিত হবে। সারওয়ার রেজা জিমির রচনায় কমেডি নির্ভর নাটকে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ,সাজু খাদেম,কুসুম শিকদার প্রমুখ। এছাড়াও তুহিন হোসেনের পরিচালনায় ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে তারকাবহুল কমেডি নাটক বউগিরি। অভিনয়ে আবদুল্লাহ রানা,মোশাররফ করিম, রোবেনা রেজা জুই,প্রাণ রায়,সুজাত শিমুল,সঞ্জয় গোস্বামী, জোভান,তাসনুভা তিশা প্রমুখ। দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা বনানীর পাশে কড়াইল বস্তিতে ঢুকে আশপাশে বেশকিছু দোকান চোখে পড়ল। বিভিন্ন রকমের দোকান। আরেকটু ভেতরে যেতেই দেখা গেল একটু খোলা জায়গা। সেখানে কিছু ছেলে ক্রিকেট খেলছে। সামনে গাছে বসে দুজন ক্যামেরা স্থাপন করছেন। পাশেই দাঁড়িয়ে ছিলেন পরিচালক আবু হায়াত মাহমুদ। ২০ আগস্ট দুপুরে কড়াইল বস্তিতে ঈদের নাটকের কাজ করছিলেন তিনি। নামটা মজার- ‘দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা’। বলিউডে পঞ্চাশ ও ষাটের দশকে সাড়া জাগানো জুটি ছিলেন দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা। এ নাটকে দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা জুটি এলেন কীভাবে? পরিচালক জানালেন, এতে দিলীপ নামের এক তরুণের চরিত্রে আছেন রওনক হাসান, মালার ভূমিকায় অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। তাই লেখক মাসুম শাহরিয়ার এই নাম দিয়েছেন।পরিচালককে বস্তির উৎসুক জনতাকে সামলে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। আকাশ বাড়িয়ে দাও লম্বা সময় ধরে একই অঙ্গনে কাজ করে যাচ্ছেন। বন্ধুত্বটা সেই সূত্র ধরেই। এরই মধ্যে সেই বন্ধুত্বের বয়স নয় বছর হয়ে গেছে। কিন্তু দীর্ঘ সময়ে এই দুই বন্ধু কখনও একসঙ্গে কোন কাজ করেননি। দেরিতে হলেও এবার সেই সুযোগটা পেলেন ইমন ও সারিকা। একসঙ্গে এক ঘণ্টার একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে এই দুই বন্ধু পর্দায় প্রথমবারের মতো জুটি হচ্ছেন। নাটকটির নাম আকাশ বাড়িয়ে দাও। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় নাটকটির শূটিং শুরু হয়। শূটিংয়ের ফাঁকে ইমন বলেন, ‘আমার জন্য আজ একটা স্মরণীয় দিন। আমার দীর্ঘদিনের বন্ধু সারিকা। প্রায় তিন বছর পর ও আবার অভিনয়ে ফিরেছে। আর ফিরেই আমরা একসঙ্গে কাজের সুযোগ পেয়ে গেলাম। বিষয়টা ভেবে আনন্দ লাগছে।’একই রকম অনুভূতি সারিকারও। তিনি বলেন, ‘মাঝে আমি মিডিয়াতে কাজ না করলেও আমাদের বন্ধুত্বে ছেদ পড়েনি কখনও। সব সময়ই যোগাযোগ ছিল। অবশেষে এত বছর পর এসে অভিনয়টাও করা হলো। আশা করছি বন্ধুত্বের প্রভাব আমাদের অভিনয়ে পড়বে। আমাদের জুটির কাজ দর্শকরা ভালভাবে নেবেন।’ বি ইউ শুভ পরিচালিত এ নাটকটি লিখেছেন শফিকুর রহমান। পরিচালক জানান, এটিএন বাংলার ঈদ-উল-আযহার বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে। স্বপ্ন কুহক ‘এক সময় তাঁতিদের পোশাক পরেই আমাদের জীবন চলত। এখন না হয় অনেক বড় টেক্সটাইল হয়েছে। তাঁতশিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। যারা এই শিল্পের সঙ্গে ছিলেন তাদের সন্তানরাও এই শিল্পের সঙ্গে থাকতে চাইছেন না। ডিজাইন, নক্সা, রঙ ছেড়ে সবাই যাচ্ছেন অন্য পেশায়। এই শিল্প নিগৃহীত হতে হতে এক সময় হয়ত বিলুপ্ত হয়ে যাবে। এই শিল্পের প্রতি আমাদের কনসেন্ট্রেশন দরকার।’ ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা সুমন আনোয়ার তার পরিচালনায় ঈদ উপলক্ষে নির্মাণাধীন ‘স্বপ্ন কুহক’ নাটক প্রসঙ্গে বলতে গিয়ে এসব কথা বলেন। মামুনর রশীদ, মনিরা মিঠু, রওনক হাসান, আফরান নিশো, মৌসুমী হামিদ তাঁতি চরিত্রে অভিনয় করেছেন এই টেলিছবিটিতে। নির্মাতা সূত্রে জানা গেছে,কোরবানির ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে ‘স্বপ্ন কুহক’। লেগে থাকো রোমিও মিশু সাব্বির ও শবনম ফারিয়ার প্রেম বেশ জমে গেছে। পাগলের মতো একে অপরকে ভালবাসেন তারা।স্বপ্ন দেখেন ঘর বাঁধার। আর এই বিষয়টি তাদের দুই পরিবারের মধ্যে জানাজানি হয়ে গেলে তারা মিশু-ফারিয়ার এই প্রেম মেনে নিতে আপত্তি জানায়। প্রেমিকা ফারিয়াকে ফিরে পেতে প্রেমিক মিশু হাল ছেড়ে দেয়নি। দুই পরিবারকে তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে বাধ্য করতে নতুন ফন্দি আঁটেন। ফারিয়াকে পেতে অনশনে বসে যান মিশু! সেটা আবার ফারিয়ারই বাড়ির সামনে। কিন্তু ফারিয়ার কিছু করার নেই। একদিকে পরিবার, অন্যদিকে প্রেমিক। কঠিন দ্বিধায় পড়ে যায় সে। আবার অনশন করতে গিয়ে একসময় মিশু নিজেই বিপাকে পড়ে। নাটকটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। নাটকে মিশু-ফারিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফারুক আহমেদ, আনন্দ খালেদ, শিখা খান, আরফান, মিলন ভট্ট প্রমুখ। হিয়ার মাঝে লুকিয়ে ছিলে বাবা তারিক আনাম খান ও ছেলে আরিক অভিনয় করেছেন একই চরিত্রের দুটি ভিন্ন বয়সে।এ সময়ের অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন তরুণ বয়সের সুবর্ণা মুস্তাফার চরিত্রে। দুটি ঘটনাই ঘটেছে আবু হায়াত মাহমুদের পরিচালনায় হিয়ার মাঝে লুকিয়ে ছিলে নাটকে। রবীন্দ্রনাথের হিয়ার মাঝে লুকিয়ে ছিলে গানটি অবলম্বনে নাটকের চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার। এই নাটকে বাবা তারিক আনাম খানের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করতে পেরে ছেলে আরিক রোমাঞ্চিত। তারিক আনাম ছেলের অভিনয় নিয়ে বেশ খুশি। ভ্যান বস্ত্র বিতান স্নাতক শেষ করে চাকরির জন্য ঘুরেছেন অনেক। তোতলা হওয়ায় পদে পদে শুনতে হয়েছে নিরাশার বাণী। তাই ভ্যানে করে কাপড় বিক্রি শুরু করেন।এক সময় বড় দোকানের মালিক হয়ে যান অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি ভ্যান বস্ত্র বিতান নামের নাটকে এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটি রচনা করেছেন এমএমআর রুবেল। মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন আলভী। পরিচালনা করেছেন আলী সুজন। অত:পর ভালোবাসা এবং ফেরা ঈদে নতুন প্রযোজনা সংস্থা ড্রিম মাল্টিমিডিয়া বেশকিছু নাটকের দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আশিক মাহমুদ রনি পরিচালিত ‘অত:পর ভালোবাসা’ এবং সঞ্জীব সাহা সঞ্জুর ‘ফেরা’। আর দুটি নাটকের মূল গল্প ও ভাবনা রচনা করেছেন জাহাঙ্গীর হোসেন বাবর। এই দুটি নাটকের মধ্যে দুই ধরনের গল্প সাজিয়েছেন দুই তরুণ নির্মাতা। এরমধ্যে ‘অত:পর ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, দীপা খন্দকার, ¯েœহা আয়েশা, অনন্যা সরকার, রাফাত, প্রেমা প্রমূখ। অন্যদিকে ‘ফেরা’ নাটকটিতে মা ও মেয়ের কাহিনী তুলে ধরেছেন পরিচালক। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, সানজিদা তন্ময়, বাবর, শাহজাহান স¤্রাট, শিমু আহমেদ, সিরাজুল ইসলাম, সুজাত, শওকত আলী রানা, ফারজানা মিথিয়া প্রমূখ। এ নাটকটি ঈদের অষ্টম দিন আরটিভিতে রাত ১০টায় প্রচার হবে। নাটক দুটির নির্বাহী প্রযোজক ইমরান নূর রফি ।
×