ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাওয়ার হাতছানি টাইগারদের

ক্রিস জর্ডানও আসতে চান বাংলাদেশে

প্রকাশিত: ০৬:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

ক্রিস জর্ডানও আসতে চান বাংলাদেশে

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানসহ বাংলাদেশ সফরের বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি অনেক ইংল্যান্ড ক্রিকেটার। আছে বিপরীত অবস্থানও। টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুক, তারকা অলরাউন্ডার মঈন আলি, প্রধান কোচ ট্রেভর বেইলিসসহ অনেকে আসতে প্রস্তুত। সেই তালিকায় যোগ দিলেন ক্রিস জর্ডান। ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার সফরের বিষয়ে দারুণ আগ্রহী। তিনি বলেন, ‘যদি আমি দলে সুযোগ পাই, তবে অবশ্যই বাংলাদেশ সফরে যাচ্ছি। এই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কারণ রেগ ডিকাসন (ইংলিশ বোর্ডের পরিদর্শক) এবং তার সহকার্মীরা যে রিপোর্ট দিয়েছে ইসিবি তাতে সন্তোষ প্রকাশ করেছে। এই রিপোর্ট নিয়ে বিতর্কের সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে জানিয়েছে, প্রয়োজনের বেশি নিরাপত্তা দিতে প্রস্তুত তারা। সফরে আমাদের নিরাপত্তা বিশ্লেষকরাও সঙ্গে থাকবেন। তাই আমি মোটেই চিন্তা করছি না।’ বুধবার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায় ২৭ বছর বয়সী জর্ডান। দু’দিন আগে ঠিক একই কথা বলেছিলেন মঈন আলি। ইতিবাচক এই তারকা অলরাউন্ডার, ‘সফরের দলে নির্বাচিত হলে আমি অবশ্যই যাব। আমার মনে হয়, যখন আমরা সেখানে যাব, তখন ক্রিকেটই থাকবে সবার মনোযোগের কেন্দ্রে। আর আমরা ইংল্যান্ডের হয়ে ভাল নৈপুণ্য দেখাতে পারব।’ বলেন তিনি। বাংলাদেশে আসতে কোন অসুবিধা নেই বলে জানিয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার লিয়াম ডউসনও, ‘নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের যে পরামর্শ দেয়া হয়েছে, আমি সেগুলো শুনেছি। আর নিশ্চিত হয়েছি যে এটা খুবই নিরাপদ। এখন সবাইকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটা নিতে হবে। তবে আমি যেতে পারলে খুশিই হব।’ গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ দিয়ে আন্তর্র্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ডউসনের। গত রবিবার পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে। জুলাইয়ে গুলশানে সন্ত্রাসী হামলার পর অনিশ্চয়তার মুখে পড়েছিল ইংল্যান্ডের বাংলাদেশ সফর। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে শেষ পর্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত নেই ইসিবি। অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় শুরু সিরিজে ইংলিশদের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে টাইগাররা। তার আগে এ মাসের শেষদিকে আফগানিস্তানের সঙ্গে তিন ওয়ানডে। দুটি সিরিজ বাংলাদেশের জন্য র‌্যাঙ্কিংয়ে উত্তোরণের দারুণ সুযোগ। গত বছর প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাতে ওঠার স্বাদ পায় টাইগাররা। ৪ সেপ্টেম্বর সর্বশেষ প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে তারা সাত নম্বরেই রয়েছে। এবার ছয়ে ওঠার হাতছানি। এ জন্য আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে জিততে হবে।
×