ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জোকোভিচ সেমিতে

প্রকাশিত: ০৬:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

জোকোভিচ সেমিতে

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির সমস্যাটা এখনও পুরোপুরি সারেনি। শতভাগ ফিট না হয়েই ফ্লাশিং মিডোতে খেলতে নামেন নোভাক জোকোভিচ। তারপরও ইউএস ওপেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে দারুণভাবেই এগিয়ে যাচ্ছেন সার্বিয়ার এই টেনিস তারকা। তবে এবারের আসরে তাকে খুব বেশি খেলতেও হচ্ছে না। কোয়ার্টার ফাইনালের ম্যাচসহ এবারের আসরে তৃতীয় প্রতিযোগী জোকোভিচের সঙ্গে খেলা শেষ করতে পারলেন না। বিশ্বের এক নাম্বার খেলোয়াড় যেন সৌভাগ্যের ছোঁয়াতেই এবার পৌঁছে গেলেন সেমিফাইনালে। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান তারকা জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা। কিন্তু হাঁটুর ইনজুরিতে পড়ায় খেলা শেষ করতে পারেননি তিনি। আর্থার এ্যাশ স্টেডিয়ামে জোকোভিচ যখন ৬-৩, ৬-২ ব্যবধানে এগিয়ে। ঠিক তখনই ম্যাচ থেকে অবসরের সিদ্ধান্ত নেন সোঙ্গা। এর ফলে ২৯ বছরের জোকোভিচ জায়গা করে নেন শেষ চারে। এর আগে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ ওয়াকওভার পেয়েছিলেন। শুধু তাই নয়, তৃতীয় রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী ইনজুরির কারণে প্রথম সেটটাই শেষ করতে পারেননি। তার মানে এবারের ইউএস ওপেনের ৫ ম্যাচে মাত্র দুটিতে পুরো সময় খেলেছেন দুইবারের চ্যাম্পিয়ন। তবে কিভাবে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কাটলেন তা নিয়ে ভাবছেন না হঠাৎ করে নিষ্প্রভ হয়ে পড়া জোকোভিচ। বরং নিজে শেষ চারে জায়গা করে নিয়েছেন এটাই তার কাছে বড় বিষয়।
×