ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিস্তর টেস্ট থেকে সরে এলো আইসিসি

প্রকাশিত: ০৬:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

দ্বিস্তর টেস্ট থেকে সরে এলো আইসিসি

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত দ্বিস্তর টেস্টের পরিকল্পনা থেকে সরে এলো আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। প্রস্তাবটা আলোচনার টেবিলে ওঠার আগেই বাতিল হয়ে গেছে। বড় কারণ ভারতসহ একাধিক শক্তিধর দেশের বিরোধিতা। বাংলাদেশের মতো নিচু সারির দলগুলোর জন্য এটি দারুণ খবর। বুধবার দুবাইয়ে আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায় এই প্রস্তাব নিয়ে কোনরকম ভোটাভুটিরই দরকার পড়েনি। সব সদস্য একমত হয় আপাতত এটি নিয়ে আর এগোনোর প্রয়োজন নেই। শুরু থেকেই টেস্টে দ্বিস্তরের বিরোধিতা করে আসছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরে শক্তিধর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) তাতে সায় দেয়। জিম্বাবুইয়েও একই দলে। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগের সভা থেকে ফিরে বাংলাদেশ বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান জানিয়েছিলেন, সেখানে বাংলাদেশ স্পষ্টভাবে দ্বিস্তর টেস্টের বিরোধিতা করেছে। এরপর শ্রীলঙ্কান বোর্ড প্রধান (এসএলসি) থিলাঙ্গা সামাথিপালা জানান, তারাও এটির বিপক্ষে। এটি বাস্তবায়ন হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল ‘প্রথম’, নিচের তিন দলের সঙ্গে সহাযোগী- দুই শীর্ষসহ পাঁচ দলের মধ্যে হতো ‘দ্বিতীয়’ স্তর। একইভাবে লীগ পদ্ধতির ভিত্তিতে ওয়ানডে-টি২০তে উন্নতি ও অবনমন।
×