ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেট কার্নিভালে চ্যাম্পিয়ন খুলনা মাস্টার্স

প্রকাশিত: ০৬:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

ক্রিকেট কার্নিভালে চ্যাম্পিয়ন খুলনা মাস্টার্স

স্পোর্টস রিপোর্টার ॥ এমন আনন্দের সময় কী কখনও সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলেছে? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট। তাদের সঙ্গে খুনসুটি করছেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ালটন ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভালে’র জন্যই এমনটি সম্ভব হয়েছে। যে কার্নিভালের শেষ হয়েছে বুধবার। সেলিম শাহেদের ‘অলস্টার্স মাস্টার্স’কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাবিবুল বাশার সুমনের ‘খুলনা মাস্টার্স’। ম্যাচের চেয়ে অবশ্য সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় যে বর্তমান ক্রিকেটাররাও যোগ দিয়েছেন, আনন্দ ভাগাভাগি করেছেন; সেটিই সবার নজর কেড়েছে। সঙ্গে এটিও নজর কেড়েছে, মাহমুদুল্লাহ অলস্টার্সকে সমর্থন করেছেন। আর মাশরাফি ও সাকিব সমর্থন করেছেন খুলনাকে। শেষপর্যন্ত খুলনাই প্রথম আসরের শিরোপা জিতে নিয়েছে। ১৮ ওভারের খেলায় অলস্টার্স আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করেছে। সোমেল হোসেন সর্বোচ্চ ২৭ রান করেন। জবাবে হাবিবুল বাশারের ২৮ রানে ১৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান করে জিতে যায় খুলনা মাস্টার্স। যখন ৬ বলে ৫ রান দরকার ছিল, এমন সময় তৃতীয় বলে গিয়ে সুমন সাহা যেই বাউন্ডারি হাঁকান, সঙ্গে সঙ্গে খুলনা মাস্টার্সের ক্রিকেটাররা দৌড়ে মাঠে ঢোকেন। ঠিক যেমনটি করে বাংলাদেশের জয় হলে মাঠে ঢুকতেন। আবার খুলনার মাস্টার্সরা যখন মাঠ থেকে বের হচ্ছেন, তখন নাচতে নাচতে বের হন। সেই নৃত্যে শামিল হন সাকিব ও মাশরাফিও। খুলনারই ছেলে যে মাশরাফি ও সাকিব। তাই খুলনার জয়ে নিজেরাও নাচতে নাচতে মাঠ থেকে বের হলেন। দলটিকে জেতানোর জন্য আবার ম্যাচসেরা হন হাবিবুল বাশার। কার্নিভালের গ্রুপ পর্ব ও সেমিফাইনাল হয় কক্সবাজারে। ৬ দলে মোট ৯০ ক্রিকেটার ১ থেকে ৩ সেপ্টেম্বর কক্সবাজারে অবস্থান করে। খেলে এবং আনন্দ উপভোগ করে। এর আগে এত সাবেক ক্রিকেটার কখনই একসঙ্গে হননি। ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ এক করে দিল। সুযোগ পেয়ে আড্ডাতে মাতেন সবাই। কক্সবাজারের পর্ব শেষে মিরপুরে হয় ফাইনাল খেলাটি। এখানে খেলা হওয়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড পরিচালকরাও সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় অংশীদার হন।
×