ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইমরুল কায়েস

‘এখন সব ফরমেটের জন্যই আমি প্রস্তুত’

প্রকাশিত: ০৬:৫৩, ৮ সেপ্টেম্বর ২০১৬

‘এখন সব ফরমেটের জন্যই আমি প্রস্তুত’

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতিতে আপাতত বিরতি পড়েছে। ঈদের জন্য ছুটি দেয়া হয়েছে ক্রিকেটারদের। ১৮ সেপ্টেম্বর থেকে আবার অনুশীলন শুরু হবে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত পুলের ২০ ক্রিকেটার অনুশীলন করতে নামবেন। তবে ইমরুল কায়েস নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছেন। বুধবারও ব্যাটিং অনুশীলন করেছেন। আর সাংবাদিকদের বলে দিয়েছেন, ‘এখন সব ফরমেটের জন্যই আমি ফিট।’ কেন এমন কথা বললেন ইমরুল। তিনি কী কোন ফরমেটের ক্রিকেটের জন্য ফিট নন? সবাই ইমরুলকে আসলে টেস্ট ক্রিকেটারই মনে করে এখন। তবে ইমরুলের শেষ কয়েকটি ম্যাচের পারফর্মেন্স দেখলে তা মনে হয় না। টেস্টে তো এখন তামিম ইকবালের সঙ্গে ২৪ টেস্টে ২৭.৮২ গড়ে ১২৫২ রান করা ইমরুলই সঙ্গী। আর কোন বিকল্প কাউকে ভাবনায়ই নেই। ওয়ানডেতে অনিয়মিত থাকলেও শেষ দুটি ম্যাচেই অর্ধশতক করেছেন ৫৮ ওয়ানডেতে ২৭.১৫ গড়ে ১৫৪৮ রান করা ইমরুল। টি২০তে অবশ্য এখনও ৩০ রানের কোন স্কোর নেই ইমরুলের। ৮ টি২০ ম্যাচে ৮.৩৭ গড়ে ৬৭ রান করেছেন ইমরুল। তবে বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন ইমরুল। আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডেতে ভাল খেলছেন বলেই ইমরুলের মুখ থেকে ফিট হওয়ার কথা শোনা গেছে। সঙ্গে বিপিএলে যে দেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১০ ম্যাচে ২৮.৩৬ গড়ে ৩১২ রান করেছেন, সেটি টি২০ খেলার জন্য ইমরুলকে উৎসাহী করে তুলেছে। ইমরুল তাই বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে যখন ব্রেক আসবে, সেখান থেকে ফিরে আসাটা কঠিন। দলের সঙ্গে মানিয়ে নেয়াটাও কঠিন হয়ে দাঁড়ায়, যেটা ধারাবাহিকভাবে খেলে গেলে কোন সমস্যা হয় না। পথটা অনেক মসৃণ হয়।’ ওয়ানেড ও টি২০’র চাইতে ইমরুলকে এখন সবাই টেস্ট খেলোয়াড় হিসেবে জানে? এমন প্রশ্ন করতেই ইমরুল বলেন, ‘আমি বিশ্বাস করি না যে আমি শুধুই একজন টেস্ট ক্রিকেটার। আমার বিশ্বাস টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি২০তেও সমান পারদর্শী। আমাকে নতুন করে প্রমাণের আর কিছু নেই। আমি জানি কোনটা করতে পারি আর কোনটা করতে পারি না। বিগত দিনগুলোতে আমি ওয়ানডেতে ভাল পারফর্ম করেছি। টি২০তেও তেমনি ছিলাম। আপনারা দেখেছেন বিপিএলেও আমি ভাল খেলেছি। টেস্টে তো খেলছিই। আমি মনে করি এখন সব ফরমেটের জন্যই আমি ফিট।’ শুরুতে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ছিল। সেখান থেকে ২০ ক্রিকেটারের পুল করা হয়েছে। ইমরুল আছেন এই পুলে। এখান থেকে যে ১৪ সদস্যের দল ঘোষণা করা হবে, সেখানেও ইমরুল থাকবেন, সেই আশা করতেই পারেন। ইমরুলের ইঙ্গিতও তাই, ‘আফগানিস্তানের বিপক্ষে খেলাটা আমার জন্য একটা সুযোগ। ওরা এশিয়ার মধ্যে এখন ভাল দল। বেশ উন্নতি করেছে। তবে আমরা যদি ভাল ক্রিকেট খেলি, তাহলে ওদের বিপক্ষে জিততে সমস্যা হবে না। ইংল্যান্ডের আগে আফগানিস্তানকে পাচ্ছি এটা আমাদের জন্যই ভাল।’ টেস্টে ওপেনিংয়ে সেট হলেও নির্ধারিত ওভারের খেলায় পজিশন সেট নেই ইমরুলের। তাই প্রশ্ন ছোড়া হয়, আপনার অর্ডার আপডাউন করছে। কোন অর্ডারে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? ইমরুল জানান, ‘শুরু থেকেই আমি ওপেনিংয়ে খেলে আসছি। এখানেই সব থেকে ভাল হয়। ওঠা নামা করলে সমস্যা হয়। কিছু করার নেই।’ জাতীয় দলে ইমরুলের জায়গাটা কখনও স্থায়ী নয়, যেখানে তামিম শক্ত হাতে ধরে রেখেছেন জায়গা; কী মনে হয়? ইমরুল এতে অভ্যস্ত হয়ে গেছেন বলেই জানান, ‘অভ্যস্ত হয়ে গেছি। তাই এখন আর এসব নিয়ে ভাবি না। বিশ্বকাপেও আমার থাকার কথা ছিল। কিন্তু ছিলাম না। প্রথমে খারাপ লেগেছে। পরে অবশ্য ভেবেছি এটাই জীবন। এভাবেই নিজেকে মানিয়ে নিয়েছি। তবে এখন চ্যালেঞ্জ হলো নিজেকে কতদূর নিয়ে যেতে পারি সেটাই। আফগান সিরিজে আমার ফোকাস হচ্ছে ভাল পারফর্ম করা এবং দলের জন্য কিছু একটা করা। যেটা করলে দল উপকৃত হবে।’ ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) হওয়ার কথা ছিল। এ লীগ হলে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে ভাল প্রস্তুতি নেয়া হতো। তা এখন আর হচ্ছে না। বাংলাদেশ দল যে সেই গতবছর আগস্ট থেকে টেস্ট ক্রিকেট খেলে না, তাতে অনভ্যস্ততাই কী রয়ে গেল না? ইমরুল মনে করছেন, ‘বিসিএল হলে শুধু আমার জন্যই নয়, প্রতিটি খেলোয়াড়ের জন্যই ভাল হতো। তবে ইংল্যান্ডের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আছে তাতে আমরা উপকৃত হব।’
×