ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলের সাম্বা উচ্ছ্বাসের দিনে অসহায় আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬:৫২, ৮ সেপ্টেম্বর ২০১৬

ব্রাজিলের সাম্বা উচ্ছ্বাসের দিনে অসহায় আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের জার্সিতে আরও একবার নিজেকে প্রমাণ করলেন নেইমার। তারকা এই ফরোয়ার্ডের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে কলম্বিয়াকে সহজেই ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাম্বা ছন্দের কাছে পাত্তাই পায়নি কলম্বিয়া। ম্যাচে দৃষ্টিনন্দন গোল করে সেলেসাওদের জার্সিতে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী নেইমার। লিওনেল মেসি না থাকলে কি হয় সেটা আরেকবার হাড়ে হাড়ে টের পেয়েছে আর্জেন্টিনা। বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে নাকাল হওয়া দলটি মেসিকে ফিরে পাওয়ার পর জয়ের ধারায় ফেরে। শুধু তাই নয়, সপ্তম রাউন্ডে শীর্ষেও উঠে আসে পয়েন্ট তালিকার। কিন্তু চোটের কারণে অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে পারেননি ফিফা সেরা তারকা। তাতেই কাত হয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট তালিকার একেবারে তলানির দল ভেনিজুয়েলার কাছে হারতে হারতে কোন রকমে ২-২ গোলে ড্র করে ফিরেছে দিয়াগো ম্যারাডোনার দেশ। দুই গোলে পিছিয়ে পড়েও এই ড্রতে তিন নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। দুই তারকা ফরোয়ার্ড এডিন কাভানি ও লুইস সুয়ারেজের তাক লাগানো পারফর্মেন্সে ভর করে আবারও পয়েন্ট তালিকার এক নম্বরে ফিরেছে উরুগুয়ে। মন্টিভিডিওতের নিজেদের মাঠে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ৪-০ গোলে উড়িয়ে দেয় প্যারাগুয়েকে। উরুগুয়ের হয়ে জোড়া গোল করেন কাভানি। একটি করে গোল করেন ক্রিশ্চিয়ান রড্রিগুয়েজ ও সুয়ারেজ। হতাশা থেকে কিছুতেই বের হয়ে আসতে পারছে না সবশেষ দুই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। এবার তারা গোলশূন্য ড্র করেছে বলিভিয়ার সঙ্গে। প্রথমদিকে উড়তে থাকা ইকুয়েডর আবারও হতাশার হারে নিমজ্জিত হয়েছে। এবার স্বাগতিক পেরুর কাছে ২-১ গোলে হেরেছে ইকুয়েডর। অষ্টম পর্বের ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় বেশ ওলট-পালট হয়েছে। ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উরুগুয়ে। সমান ১৫ পয়েন্ট করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। তবে গোল গড়ে ব্রাজিল দ্বিতীয় ও তিনে আর্জেন্টিনা। ১৩ পয়েন্ট করে নিয়ে গোল গড়ে চতুর্থ কলম্বিযা ও পঞ্চম ইকুয়েডর। ১২ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ের অবস্থান ষষ্ঠ। ১১ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান সাত নম্বরে। আর্জেন্টিনাকে রুখে দেয়া ভেনিজুয়েলা মাত্র ২ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে দশম স্থানে। গত দুই বছরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ মানেই যেন নেইমারের তিক্ত অভিজ্ঞতা। ২০১৪ সালে নিজ দেশে বিশ্বকাপে কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগোর আঘাতে গুরুতরভাবে আহত হয়েছিলেন বার্সিলোনা তারকা। ফলে সেমিফাইনাল খেলতে পারেননি জার্মানির বিপক্ষে। আর কি পরিণতি হয়েছিল ব্রাজিলের তা সবারই জানা। ২০১৫ সালে কোপা আমেরিকায়ও কলম্বিয়ার বিপক্ষে মাঠ ছেড়েছিলেন লালকার্ড দেখে। নিষিদ্ধ হয়েছিলেন চার ম্যাচের জন্য। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেই কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে হয় তো সেই স্মৃতিগুলোই তাড়া করছিল নেইমারকে। তবে এবার আর কোন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি সময়ের অন্যতম সেরা ফুটবলারকে। নিজে একটি গোল করে, পুরো দলকে খেলিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছেন নেইমার। নিজেদের মাঠ মানাউসে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ডিফেন্ডার মিরান্ডার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এটি তার প্রথম আন্তর্জাতিক গোল। ৩৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। অতিথিরা সমতাসূচক গোলটি পায় স্বাগতিক রক্ষণভাগের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে হেড করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোস। প্রথমার্ধ শেষ হয় সমতাবস্থায়। বিরতির পর একতরফা প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। এরই ফসল হিসেবে ৭৪ মিনিটে চোখ ধাঁধানো গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নেইমার। ফিলিপ কাউটিনহোর পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের অসাধারণ শটে গোল করেন তিনি। বাকি সময়ে সাম্বা ছন্দে নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের অধিনায়ক হিসেবে অভিষেক হয় ডিফেন্ডার দানি আলভেসের। কলম্বিয়ার বিপক্ষে এক গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোকে ছুঁয়ে ফেলেছেন নেইমার। ১৯৭৬-১৯৮৬ সাল পর্যন্ত ৭১ ম্যাচ খেলে জিকো গোল করেন ৪৮। নেইমারও আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৮ নম্বর গোলটি করেছেন নিজের ৭১তম ম্যাচে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের অবস্থান এখন যৌথভাবে চার নম্বরে। আগে আছেন শুধু রোমারিও (৫৫), রোনাল্ডো (৬২) ও সর্বকালের অন্যতম সেরা পেলে (৭৭)। আরেক ম্যাচে নিজেদের মাঠে ভেনিজুয়েলা চৌকস নৈপুণ্য প্রদর্শন করে এগিয়ে যায় ২-০ গোলে। ৩৪ ও ৫২ মিনিটে গোল দুটি করেন জুয়ানপি ও জোসেফ মার্টিনেজ। এ সময়ে হারের আশঙ্কাই ভর করে ছিল আর্জেন্টিনা শিবিরে। তবে শেষ পর্যন্ত অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আকাশি-সাদারা। ৫৮ মিনিটে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোলটি করেন নবাগত লুকাস প্রাটো। দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই গোল পেয়েছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে আর্জেন্টিনার পক্ষে সমতাসূচক গোলটি করেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।
×