ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাশকতার ৩ মামলা খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গৃহীত

প্রকাশিত: ০৬:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৬

নাশকতার ৩ মামলা খালেদা জিয়াসহ  আসামিদের বিরুদ্ধে অভিযোগ গৃহীত

কোর্ট রিপোর্টার ॥ নাশকতার অভিযোগে রাজধানীর দারুসসালাম থানায় দায়ের তিন মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে চার্জশীট গৃহীত হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত চার্জশীট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিচারক আগামী ১৮ অক্টোবর এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এই তিন মামলায় খালেদা জিয়াসহ ১২ জন জামিনে এবং অন্যরা পলাতক আছেন। গত বছর ২ ফেব্রুয়ারি বিএনপিসহ ২০ দলীয় ঐক্যজোটের হরতাল অবরোধ চলার সময়ে দারুস সালাম থানা এলাকায় এপেক্স শোরুমের সামনে নিউ পল্লবী এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় দায়ের মামলায় খালেদা জিয়া ও আমানুল্লাহ আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়। এছাড়া গত বছরের ২৩ ফেব্রুয়ারি দারুস সালাম থানাধীন এবি ব্যাংকের সামনে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিসংযোগের এক মামলায় খালেদা, আমানসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয়া হয়।
×