ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২১, ৮ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

পুলিশ হেফাজতে মাদক বিক্রেতার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৭ সেপ্টেম্বর ॥ পুলিশ হেফাজতে মোহাম্মদ আলী (২৩) নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেল জেলা হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা নেয়ার সময় সে মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, চিকিৎসা দেয়ার সময় তার খিচুনি শুরু হয়। এক পর্যায়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায় । জানা গেছে বেলাব বাজারের এয়ারটেল টাওয়ারের নিচে একটি টংঘরে মোহাম্মদ আলী মাদক ব্যবসা করত । পুলিশ জানায়, বুধবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে বেলাব থানার মামলা নং ৩(১২) ১৪ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আলীকে ১০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করার পর তার খিচুনি শুরু হয়। এক পর্যায়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে । অপর দিকে নিহতের মা হনুফা বেগম অভিযোগে বলেন, মোহাম্মদ আলী এয়ারটেল টাওয়ারের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। ঘটনার দিন দুপুর দুইটায় ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার ও সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে এবং বেদম প্রহার করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া এলাকায় বুধবার ৩ ঘণ্টার ব্যবধানে দুইটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে ছোটবাহিরদিয়া গ্রামের ইসলাম সরদারের শিশুপুত্র নিশান সরদার (৭) পানিতে ডুবে মারা যায়। এর তিন ঘণ্টা পরে একই এলাকায় পানিতে ডুবে মারা গেছে নাসির তালুকদারের ৪ বছরের শিশু কন্যা খাদিজা খাতুন। তিন সেমাই কারখানাকে জরিমানা স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ কাহালু উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করায় ভ্রাম্যমাণ আদালত ৩টি সেমাই তৈরির কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমানের নেতৃত্বে এই অভিযান চালন হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কাহালু উপজেলার শেখাহার এলাকায় অর্ধশতাধিক লাচ্ছা সেমাইয়ের কারখানা রয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শেখাহার এলাকায় অভিযান চালান হয়। অভিযানে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যসহ স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরির প্রমাণ পেয়ে নুর লাচ্ছা, করিম লাচ্ছা ও ভাই ভাই লাচ্ছা তৈরির কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অস্ত্রসহ ছয় ডাকাত আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার রামুর গর্জনিয়া মাঝিরকাটা গ্রামে মোহাম্মদ শাহীন গ্রুপের ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও দুটি রাম দা’সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের প্রধান মোহাম্মদ শাহীন পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছে- মাঝিরকাটার নূর আহমদের পুত্র লুৎফুর রহমান, দোছড়ির চিকনছড়ির ইব্রাহিম, তুলাতলীর রমজান আলীর পুত্র আলম, মৃত জলিল আহমদের পুত্র শাহাজাহান ওরফে সুজন, কচ্ছপিয়ার মগবিলের মৃত নুরুল ইসলাম বাবুলের পুত্র মাঈনুদ্দিন ও গর্জনিয়ার বেলতলীর মেহের আলীর পুত্র মঞ্জুরুল আলম। ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ সেপ্টেম্বর ॥ কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বারোবাজার ফুলবাড়ি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। তিনি বারোবাজার ঝনঝনিয়া বঙ্গবন্ধু মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। স্টেশন মাস্টার জানান, রবিউল ইসলাম সকালে বাইসাইকেলযোগে রেল গেটের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় বাইসাইলে থেকে পড়ে তিনি ট্রেনের নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ভুয়া ডিবি পুলিশ আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ সেপ্টেম্বর ॥ বড়াইগ্রামে আমিন উদ্দিন নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আহম্মেদপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আমিন উদ্দিন চট্টগ্রামের ডাবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদ- প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এই আদেশ দেন। ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণে সম্প্রসারিত অংশের জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে বাস্তুভিটা ও নদী রক্ষা সংগ্রাম কমিটির আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বাস্তুভিটা ও নদী রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক আলী আকবর স¤্রাট, দেলোয়ার হোসেন, মহিউদ্দিন শেখ, শেখ মোদাচ্ছের আলী, অসীম পাল, রবিউজ্জামান। বেতনের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ সেপ্টেম্বর ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ৪ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। বুধবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় লাল পতাকা হাতে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয় ‘আরএন গার্মেন্টস লিমিটেড’ নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকরা জানান, মালিকপক্ষ চার মাস কাজ করিয়ে বিনা নোটিসে কারখানাটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। ঈদ সামনে রেখে বেতন ও বোনাস না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। শিক্ষা বৃত্তি বিতরণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর মুসলিম এইড পলিটেকনিক কলেজের উদ্যোগে দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজের ৬০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির ১ লাখ ৮৭ হাজার টাকার প্রদান করা হয়। এ উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিদর্শক গাজী হুমায়ুন কবীর। কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ-সভাপতি বাবু মনোতোষ বসু ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান বকুল। ৯ ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ সেপ্টেম্বর ॥ জেলার হাওড় অধ্যুষিত মিঠামইনে ডাকাতির প্রস্তুতিকালে ৫টি ইঞ্জিনচালিত নৌকা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলোÑ হযরত আলী, কেরামত আলী, রোসমত আলী, আসমত আলী, লোকমান হোসেন, মিন্নত আলী, মোক্তার আলী, আল বাকির হোসেন ও মানিক মিয়া। তাদের বাড়ি বড়কান্দা গ্রামে। বুধবার দুপুরে থানা পুলিশ উপজেলার ঢাকি ইউনিয়নের বড়কান্দা হাওড়ে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আদিবাসী জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে বুধবার দুপুরে সালতলা আদিবাসী সাঁওতাল জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিসার্চ ইনিসিয়েটিভ বাংলাদেশের (রিইব) নির্বাহী পরিচালক ও জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের সদস্য ড. মেঘনা গুহ ঠাকুরতা। অনুষ্ঠানে আয়োজক ছিল রিসার্চ ইনিসিয়েটিভ বাংলাদেশ। সহযোগিতা করে সালতলা আদিবাসী সাঁওতাল কমিউনিটি। রিইব আঞ্চলিক সমন্বয়কারী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুহী নাজ, নাসিমা পারভীন, বাবুল সুত্রধর, নাজমুল ইসলাম, মানঝি হাড়াম, ধুলু সাহা, লহ্মি রাম মেম্ব্রম, মোহন মুর্মু, জুয়েল মেম্ব্রম। দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পবিত্র ঈদ-উল-আযহা ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার সহস্রাধিক দুস্থের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সকাল দশটায় গৈলা মনসা মন্দির প্রাঙ্গণে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার। এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি তারক চন্দ্র দে, দুলাল দাস গুপ্ত, শান্তনু ঘোষ, বরিশাল নারায়ণ চন্দ্র দে নর, নিত্যানন্দ মজুমদার প্রমুখ।
×