ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাহাড়তলী রেল কারখানার ৮৩ কোচ যুক্ত হলো ঈদ যাত্রায়

প্রকাশিত: ০৬:১৯, ৮ সেপ্টেম্বর ২০১৬

পাহাড়তলী রেল কারখানার ৮৩ কোচ যুক্ত হলো ঈদ যাত্রায়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবার ১১টি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন ট্রেনের সঙ্গে যুক্ত করতে পাহাড়তলী রেলওয়ে কারখানা ৮৩টি কোচ মেরামত করে সংযোজন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার রেলের অগ্রিম টিকেট বিক্রি কর্মসূচীর ২য় দিনের যাত্রা শুরু হবে। ঈদ হতে আর মাত্র বাকি হাতেগোনা ৪দিন। নানা প্রতিবন্ধকতা থাকার পরও কোরবানির ঈদ উপলক্ষে এ কারখানা থেকে ৮৩টি আন্তঃনগর কোচের মধ্যে বুধবার পর্যন্ত ৫৫টি কোচ সরবরাহ করা হয়েছে পরিচালন বিভাগকে। জানা গেছে, এবারের কোরবানির ঈদ যাত্রায় আন্তঃনগর, মেইল ও এক্সপ্রেস ট্রেনের জন্য ৮৩টি কোচ মেরামতের মাধ্যমে সংযোগের কাজ শেষ হয়েছে। এরমধ্যে ৫৪টি আন্তঃনগর ট্রেনের কোচ বাকি ২৯টি মেইল ও এক্সপ্রেস ট্রেনের কোচ। এদিকে, পাহাড়তলী কারখানায় স্বল্প কর্মকর্তা কর্মচারী নিয়ে উৎপাদনে হিমশিম খাচ্ছে এ কারখানার কর্ণধাররা। এ ব্যাপারে পাহাড়তলীর রেল কারখানার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, এবার ঈদযাত্রায় আমাদের কারখানা থেকে ৮৩টি কোচ সরবরাহ করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। এসব কোচ ঈদ যাত্রার যাত্রীদের যাতায়াতে বিভিন্ন ট্রেনের সঙ্গে যুক্ত করার কথা রয়েছে পরিচালন বিভাগের।
×