ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদিতে বিস্ফোরণে মৃত্যু স্বপনের লাশ পেতে বৃদ্ধ মা-বাবার আহাজারি

প্রকাশিত: ০৬:১৯, ৮ সেপ্টেম্বর ২০১৬

সৌদিতে বিস্ফোরণে মৃত্যু স্বপনের লাশ পেতে বৃদ্ধ মা-বাবার আহাজারি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অভাবী পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে পাড়ি জমানো গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের যুবক স্বপন কুমার করাতী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম পুত্রের মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা এখন পাগলপ্রায়। তারা পুত্রের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন দফতরে ঘোরাঘুরি করেও কোন সুফল পায়নি। তাই তারা শেষ ভরসা হিসেবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বুধবার সকালে জানা গেছে, ওই গ্রামের নরেন্দ্রনাথ করাতীর পুত্র স্বপন কুমার করাতী (৩২) পাসপোর্ট নং-এ ০১২৫৪৪৯ ২০০৮ সালে সৌদি আরবে গমন করেন। এরই মধ্যে ছুটিতে সে তিনবার দেশে আসেন। গত ৩১ জানুয়ারি সৌদিতে নিজ বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বপন কুমার করাতী, একই উপজেলার মাহিলাড়া গ্রামের জাকির হোসেন মারা যায়। একই দুর্ঘটনায় দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের হুমায়ুন গুরুতর আহত হয়। এ ঘটনার ১৫দিনের মধ্যে জাকির হোসেনের লাশ দেশে এলেও অদ্যাবধি স্বপনের লাশ সৌদি আরবের রিয়াদ শহরের গাওয়াগাত পুলিশ স্টেশনের পাশের সমোচি হাসপাতালের হিমাগারে রয়েছে।
×