ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

বিমানবন্দরে দুই আসামি আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়াা বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল হুদা হত্যা মামলার প্রধান আসামিসহ দুই সহোদরকে বিদেশে পালানোর সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে দশটায় মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার এসআই মোহাম্মদ আলমগীর বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করেছে। মামলার প্রধান আসামি বদরখালী মগনামা পাড়ার মৃত নুর আহমদের পুত্র আবু বক্কর ছিদ্দিক ও তাঁর ভাই আবদুল কাইয়ুমকে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। চকরিয়া থানার ওসি বলেন, ৩০ জুন রাতে আওয়ামী লীগ নেতা নুরুল হুদাকে দুর্বৃত্তরা অপহরণ করে। চোরাই গরুসহ ট্রাক আটক স্টাফ রিপোর্টার, চারঘাট ॥ চারঘাটে দুটি চোরাই গরুসহ একটি ট্রাক আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। বুধবার ভোরে উপজেলার নাওদাড়া এলাকা থেকে পুলিশ গরুসহ ট্রাকটি আটক করে। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার মোক্তারপুর দফাদার পাড়া গ্রামের ইব্রাহিম আলীর বাড়ি থেকে দুটি গরু চুরি করে চারঘাট-বানেশ্বর সড়কের নাওদাড়া এলাকায় ট্রাকে ওঠানোর সময় টহল পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ ট্রাকটি তল্লাশির চেষ্টা করলে ট্রাক চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে কুঠিপাড়া গ্রামের মধ্যে ট্রাকটি ফেলে চালকসহ চোরেরা পালিয়ে যায়। পরে সেখান থেকে চোরাই গরুসহ ট্রাকটি জব্দ করা হয়। কোটি টাকার হেরোইনসহ নারী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুন নামে এক নারীকে আটক করেছে র‌্যাব। বুধবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক নারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবলাবনা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী। র‌্যাব-৫ রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার সকালে রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুনকে হাতেনাতে আটক করা হয়। এদিকে জেলার চারঘাটে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও চোলাইমদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলো ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক আলীর ছেলে রফিকুল ইসলাম ও তাহাজুল হোসেন। গুলি করে টাকা ছিনতাই সংবাদদাতা, রংপুর, ৭ সেপ্টেম্বর ॥ পীরগঞ্জে রেজাউল নামের এক বিকাশ কর্মীকে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুবর্ৃৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার পীরগঞ্জ-চতরা সড়কের ফুলবাড়ীতে এ ঘটনা ঘটে। ওই বিকাশ কর্মী উপজেলার রওশনপুর গ্রামের নুরুল আমীনের ছেলে। জানা গেছে, রেজাউল ইসলাম বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে পীরগঞ্জ থেকে চতরাহাটে যাওয়ার সময় ফুলবাড়ীতে পৌঁছলে ছিনতাইকারীরা তাকে গুলি করে। এতে রেজাউল ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। এ সময় ছিনতাইকারীরা তার ব্যাগে রক্ষিত দেড় লাখ নিয়ে পালিয়ে যায়। কলেজ সরকারীকরণ দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৭ সেপ্টেম্বর ॥ উপজেলা সদরে অবস্থিত জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণ দাবিতে সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার দুপুরে কলেজ চত্বরে সমাবেশে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদেশের প্রত্যেকটি উপজেলা সদরে একটি করে কলেজ ও হাইস্কুল জাতীয়করণ করার আওতায় থাকলেও জাজিরা উপজেলা সদরে কোন স্কুল বা কলেজ জাতীয়করণের ঘোষণায় আসেনি। জাজিরা উপজেলায় সরকারীকরণের তালিকায় কোন স্কুল-কলেজ না থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। ভৈরবে চালকের শাস্তির দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৭ সেপ্টেম্বর ॥ বুধবার দুপুরে ভৈরব দুর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, রক্ত সৈনিক, নিরাপদ সড়ক চাই, কাকলি খেলাঘর আসর ভৈরব শাখাসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এ মানববন্ধন হয়। সড়ক দুর্ঘটনা রোধে দুর্জয় মোড়ে ওভার ব্রিজ নির্মাণসহ মোড়ে স্পিড বেকারের দাবিতে এ মানববন্ধন হয়। শিশু সংগঠক ও অধ্যক্ষ শরীফ উদ্দীন আহমেদ, সাদ বাংলাদেশের নির্বাহী পরিচালক মতিউর রহমান সাগর, নিসচার সাধারণ সম্পাদক আলাল উদ্দীন বক্তব্য রাখেন । ‘স’ মিলে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৭ সেপ্টেম্বর ॥ সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় একটি ‘স’ মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ কাঠ ও গাছের গুঁড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আদমজী ইপিজেড ও ডেমরার ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস বলছে, ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে মালিক পক্ষ ১৪-১৫ লাখ টাকা ক্ষতি দাবি করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টায়। জানা গেছে, রাত ১০টায় আকস্মিকভাবে ফকরুল ইসলামের মালিকানাধীন মজুমদার টিম্বার এ্যান্ড ‘স’ মিলে অগ্নিকা- শুরু হয়। তা মুর্হূতের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বখাটের জেল নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৭ সেপ্টেম্বর ॥ কচুয়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে আমিনুল ইসলাম বাবুল (২৮) নামে এক বখাটের দুই বছর জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেন এ দ-াদেশ প্রদান করেন। স্থানীয়রা জানান, গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট পুরাতন মিয়া বাড়ির আলমগীর হোসেনের বখাটে ছেলে আমিনুল ইসলাম বাবুল রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের ছাত্রীদের প্রায় সময় উত্ত্যক্ত করত। মঙ্গলবার এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ছাত্রীর বাবা কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সন্ধ্যায় কচুয়া থানা পুলিশ বখাটেকে গ্রেফতার করে। বুধবার দুপুরে দ-াদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। শিক্ষিকা লাঞ্ছিত ॥ প্রতিবাদে স্মারকলিপি নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৭ সেপ্টেম্বর ॥ উত্তেজিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করায় চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতা মুহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে ইউএনওকে স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার দুপুরে ইউএনও’র পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন অফিস সহকারী লিটন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, লাঞ্ছিত হওয়া পটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা ইয়াসমিন, প্রধান শিক্ষিকা যথাক্রমে শামীম আরা বেগম, ফাতেমা রুখসার, চাঁদ সুলতানা, দিপেন কান্তি কর, মোঃ সেলিম, জয় চ্যার্টাজি, ফরিদা বেগম প্রমুখ। কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে তিন ফসলী কৃষিজমি রক্ষায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে জেলার গজারিয়া উপজেলার ষোলআনী মৌজার অসহায় হাজারো মানুষ। এ সময় বক্তারা বলেন, ষোলআনীর জমিতে ক্ষতিকারক কয়লা বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে দেয়া হবে না। প্রয়োজনে আমরা জীবন দেব কিন্তু জমি দিব না। বিদ্যুত প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কলিমউল্লাহ নেতৃত্বে উপস্থিত ছিলেন, সদস্য সচিব মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কমান্ডার, সদস্য মোঃ মিন্টু মাস্টার, মোঃ আলী আজগর সরকার, মোঃ আব্দুল গাফ্ফার ও আবদুল মতিনসহ ষোলআনীর আশপাশের গ্রামের প্রায় এক হাজার নারী-পুরুষ। ইন্টার্নি চিকিৎসকদের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ সেপ্টেম্বর ॥ তৃতীয় দিনের মতো চলছে সাভার এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে লাগাতার এ কর্মবিরতি পালন করছে এনাম মেডিক্যালের সামনে । কর্মবিরতির করার ফলে ওই হাসপাতালে রোগীরা চরম দুর্ভোগে পড়েছে। জানা গেছে, ১০ থেকে ১৫ হাজার টাকা ভাতার দাবিতে ৩ দিন ধরে হাসপাতালের সামনে ১২৪ ইন্টার্নি চিকিৎসক কর্মবিরতি পালন শুরু করে। ভাঙ্গন থেকে রক্ষার দাবি নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৭ সেপ্টেম্বর ॥ পদ্মা নদীর ভাঙ্গন স্থায়ীভাবে প্রতিরোধ করার জন্য বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙ্গন কবলিত পদ্মাপারের মানুষ। বুধবার সকাল ১০ টায় নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের সাধুরবাজার এলাকায় পদ্মা নদীপারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য একেএম এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, সৈয়দ নাসির উদ্দীন, শহীদুল ইসলাম বাবু রাড়ি উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্পেন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বুধবার সকালে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেন কর্মসূচী পালিত হয়েছে। গৌরনদী পৌর এলাকার ১৬নং গেরাকুল পল্লী সমাজের মাধ্যমে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পেনে চিকিৎসা সেবা প্রদান করেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচীর প্রশিক্ষণনপ্রাপ্ত কর্মী সুর্পনা ম-ল। ক্যাম্পেনে বিনামূল্যে রক্তচাপ এবং ওজন নির্ণয়, চোখ, ডায়াবেটিস পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উপজেলা প্রতিনিধি সঞ্জিৎ হালদার, পল্লী সমাজের সভাপ্রধান রুপিয়া বেগম, সমাজ সেবক নুরুজ্জামান মাতুব্বর প্রমুখ। মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৭ সেপ্টেম্বর ॥ অসুস্থ ও দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রফেসার ডাঃ এম আমান উল্লাহ এমপি ১শ’ মুক্তিযোদ্ধার হাতে চেক তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ। বিভিন্ন হাট-বাজার থেকে উত্তোলিত ১০ লাখ ৫২ হাজার টাকা অসুস্থ ও দুস্থ ২শ’ মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে। খাদ্যসামগ্রী বিতরণ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৭ সেপ্টেম্বর ॥ নড়িয়া উপজেলার সুরেশ্বর, চ-িপুর, কেদারপুর ও সাধুরবাজার এলাকায় পদ্মা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নড়িয়া উপজেলা সদরে আওয়ামী লীগের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য একেএম এনামুল হক শামীম। এ সময় তার সাথে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, সৈয়দ নাসির উদ্দীন, শহীদুল ইসলাম বাবু রাড়ি উপস্থিত ছিলেন।
×