ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে চার ছাত্র হত্যা মামলার চার্জ গঠন

প্রকাশিত: ০৬:১৫, ৮ সেপ্টেম্বর ২০১৬

হবিগঞ্জে চার ছাত্র হত্যা মামলার চার্জ গঠন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৭ সেপ্টেম্বর ॥ অবশেষে আলোচিত সুন্দ্রাটিকি চার স্কুলছাত্র অপহরণ ও হত্যা মামলায় চার্জ গঠন করেছে আদালত। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত থাকায় ৮ আসামির বিরুদ্ধেই বুুধবার দুপুরে এই মামলার চার্জ গঠন করেন শিশু বিচারিক আদালতের জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ। বিচারক এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ২৬ সেপ্টেম্বর। এ মামলার ৮ আসামির মাঝে হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন প্রধান হোতা লাঠিয়াল সর্দার আব্দুল আলী বাঘাল, তার দুই পুত্র রুবেল ও জুয়েলসহ আরজু, সায়েদ আলী। পলাতক রয়েছে উস্তার, বেলাল ও বাবুল মিয়া। ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলাধীন সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, তাজেল, শুভ ও মনির এবং একই গ্রামের মাদ্রাসা ছাত্র ইসমাঈলকে অপহরণ করার পর নির্মমভাবে তাদের সকলকেই হত্যা করা হয়।
×