ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুল ল্যাবের চুরি যাওয়া ১৬ ল্যাপটপসহ ১০ ছাত্র আটক

প্রকাশিত: ০৬:১৫, ৮ সেপ্টেম্বর ২০১৬

স্কুল ল্যাবের চুরি যাওয়া ১৬ ল্যাপটপসহ ১০ ছাত্র আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোর উপজেলার নারায়ণপুর স্কুল থেকে ৪০ দিন আগে চুরি যাওয়া ১৬টি ল্যাপটপসহ ১০ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশী অনুসন্ধানের পর মঙ্গলবার সকালে একই স্কুলের দশম শ্রেণীর ফিরোজ কবির ওরফে সাগর নামের এক ছাত্রকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া ল্যাপটপগুলোও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলো, তানোর কলেজের ছাত্র রায়হান কবির, মিনহাজুল আবেদীন পলাশ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র আতিকুর রহমান, কানসাট কলেজের ছাত্র মুমিন, একই কলেজের ছাত্র রাজু আলী, শিবগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র রুম্মন, ইব্রাহিম, নবাবগঞ্জ সরকারী কলেজের ছাত্র মোশারফ হোসেন, ও রাজশাহী নিউ ডিগ্রী কলেজ ছাত্র মোজাম্মেল হক শুভ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তানোর থানার ওসি মির্জা আব্দুস সালাম জানান, উপজেলার বিলশহর গ্রামের বাসিন্দা ও নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ফিরোজ কবির স্কুলের কম্পিউটার ল্যাব থেকে ল্যাপটপ চুরির পরিকল্পনা করে। পরে স্কুলের ল্যাবের তালার চাবিও তৈরি করে। এরপর একই গ্রামের ছেলে ও রাজশাহী নগরীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ইয়াসিন আলীকে বিষয়টি অবহিত করে সে। পরিকল্পনা অনুযায়ী দুজন মিলে গোপনে ওই চাবির ছাপ দেখিয়ে তানোর সদরের তালা চাবির মেকার ময়নাকে দিয়ে চাবি তৈরি করে নেয়। ওসি জানান, পরিকল্পনা অনুযায়ী তানোর কলেজের ছাত্র রায়হান আলী ও মিনহাজুল আবেদীন ওরফে পলাশকেও সঙ্গে নেয়া হয়। গত ২৬ জুলাই রাতে তারা ল্যাবের তালা খুলে ১৬টি ল্যাপটপ চুরি করে।
×