ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় নির্মাণ শেষ হলেও চালু হয়নি ব্রিজ

প্রকাশিত: ০৬:১৫, ৮ সেপ্টেম্বর ২০১৬

পটিয়ায় নির্মাণ শেষ হলেও চালু হয়নি ব্রিজ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৭ সেপ্টেম্বর ॥ নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট ব্রিজ। ঠিকাদারের গাফিলতির কারণে ব্রিজের দুই পাশের সংযোগ অংশ ভরাট করা হয়নি। যার কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সংযোগ কাজ শেষ না হওয়ায় ব্রিজটি উদ্বোধন করা যাচ্ছে না। ফলে ব্রিজ সংলগ্ন আশপাশের প্রায় ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ব্রিজের উত্তর পাশে কোলাগাঁও ইউনিয়নে জাহাজ শিল্প প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শীপ ইয়ার্ডসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ব্রিজটি বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানও বেকায়দায় পড়েছে। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ৩৪ লাখ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করে। কাজের মেয়াদকাল ছিল ২০১৬ সালে ৩০ জুন। কিন্তু মেয়াদকালের প্রায় তিন মাস পার হলেও ব্রিজটি এখনও উদ্বোধন করা হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের পটিয়ার উপ-সহকারী প্রকৌশলী শংকর নন্দী বলেন, ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে বৃষ্টির কারণে সংযোগ সড়ক তৈরি করা সম্ভব হয়নি।
×