ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গরু মোটাতাজা করার ওষুধ কারখানা সিল

প্রকাশিত: ০৫:৫৯, ৮ সেপ্টেম্বর ২০১৬

গরু মোটাতাজা করার ওষুধ কারখানা সিল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে গরু মোটাতাজাকরণের নকল ওষুধ তৈরির একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানার মালিক ও কেমিস্টকে কারাদ- দেয়া হয়েছে। পাশাপাশি আদায় করা হয়েছে এক লাখ টাকা জরিমানা। বুধবার বিকেল ৫টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ‘ফাস্ট এগ্রোভেট’ নামের একটি ওষুধ কারখানায় এ অভিযান চালানো হয়। কারখানাটির মালিকের নাম সেলিম মিয়া। তাকে তিন মাসের কারাদ- দেয়া হয়েছে। আর কেমিস্ট আবুল কালামকে কারাদ- দেয়া হয়েছে এক মাস। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান এ আদেশ দিয়েছেন। রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, সেলিম মিয়ার বাড়ি জামালপুরে। ২০০৬ সালের দিকে তিনি রাজশাহীতে এসে এ কারখানা গড়ে তোলেন। সেখানে গরু মোটাতাজাকরণের নকল ওষুধ তৈরি করা হতো। এরপর প্যাকেটে বিদেশী ওষুধের লেভেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো। গোপন সংবাদের ভিত্তিতেই ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে এসবের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানাটির বৈধ কোন কাগজপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এজন্য কারাখানার মালিক ও কেমিস্টকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জামান তাদের কারাদ- দেন। পাশাপাশি কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আর সিলগালা করে দেয়া হয় কারখানাটি।
×