ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে এগিয়ে হিলারি

প্রকাশিত: ০৫:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৬

গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে  এগিয়ে হিলারি

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের হাজার হাজার ভোটারের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন বহু অঙ্গরাজ্যে এগিয়ে আছেন। যা তাকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তবে যেসব অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা দশকের পর দশক ধরে জয়ী হয়ে আসছে, সেখানে তারা এখন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। ওয়াশিংটন পোস্ট মঙ্গলবার এ জরিপ প্রকাশ করেছে। খবর গার্ডিয়ানের। এদিকে রিপাবলিকান ঘাঁটির গুরুত্বপূর্ণ কিছু অংশ ডোনাল্ড ট্রাম্পের জন্য হুমকির মধ্যে রয়েছে। তবে পেনসিলভানিয়ার মতো কিছু অঙ্গরাজ্যে হিলারির ওপর চাপ সৃষ্টি করতে পারেন ট্রাম্প। ওই অঙ্গরাজ্যে হিলারি সম্প্রতি ট্রাম্পের চেয়ে ১০ শতাংশেরও বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন। বড় পরিসরে ওয়াশিংটন পোস্ট/সার্ভে মাঙ্কি পরিচালিত এ জরিপে দেখা গেছে, হিলারি ওয়াশিংটন ডিসিসহ গুরুত্বপূর্ণ ২০ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টের চেয়ে বেশি এগিয়ে রয়েছেন এবং এর ফলে তিনি ২৪৪টি ইলেক্টোরাল কলেজ ভোট পাচ্ছেন।
×