ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাত্র তিন ডলারে ফ্রি ডাটা সুবিধা দিচ্ছে রিলায়েন্স

প্রকাশিত: ০৫:৫৬, ৮ সেপ্টেম্বর ২০১৬

মাত্র তিন ডলারে ফ্রি ডাটা সুবিধা দিচ্ছে রিলায়েন্স

গ্রাহকদের মাত্র ১৪৯ রুপী (৩ ডলার) বা প্রায় ১৭৬ টাকায় সারা মাসের ফ্রি ডাটা, ভয়েস কল এবং মেসেজ সুবিধা দিচ্ছে ভারতের মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রিলায়েন্স জিও। চতুর্থ প্রজন্মের (ফোরজি) সুবিধা সংবলিত এ সংযোগ আগামী ৩১ ডিসেম্বর চালু হবে। এ প্ল্যানে ফোরজি ইন্টারনেট সুবিধা থাকায় স্মার্টফোনের বাজারে গতি আসবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারের এক-পঞ্চমাংশ খরচে এ সেবা ঘোষণার পর চাপে পড়েছে দেশটির অন্যান্য মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নেট প্ল্যান দেয়ার চিন্তা করছে তারা। রিলায়েন্স জিও সূত্রে জানা যায়, গ্রাহকসংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা হিসেবে এ কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন নেট প্ল্যান ঘোষণার পরই রিলায়েন্স সংযোগের জন্য ক্রেতাদের ভিড় বেড়েছে। ভারতের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স জিও মোট ১২টি সেবা চালু করতে যাচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×