ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিব্বিরের জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনে সহায়তা দিন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ অসহায় শিব্বির আহম্মেদের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। জরুরী ভিত্তিতে ডায়ালাইসিস দেয়াসহ কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। লক্ষ্মীপুর জেলা সদর থানার পশ্চিম চর মান্সা গ্রামে শিব্বির আহম্মেদের বাড়ি। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। ছোটবেলায় পিতা নুরুল আমিনকে হারিয়েছেনুুু তাঁরা। সংসারে স্বাচ্ছন্দ্য আনার আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান শিব্বির আহম্মেদ। সেখানেই তিনি কিডনির জটিল সমস্যায় আক্রান্ত হন। অসুস্থ শরীর নিয়ে কাজ করতে না পেরে দেশে ফিরে আসেন। এমনিতেই পরিবারটির আর্থিক অবস্থা খারাপ। দেশে ফিরে এসে আরও অসহায় হয়ে গেলেন শিব্বির আহম্মেদ। ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো হয়। রিপোর্টে ধরা পড়ে যে, তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। বর্তমানে মাসে চারবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। চিকিৎসার পেছনে সহায় সম্বল নিঃশেষ হয়ে গেছে। রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিব্বির আহম্মেদের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে - ০১৭১৬৮৮৯৯১৪। সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- শিব্বির আহম্মেদ, ডাচ বাংলা ব্যাংক লিঃ, লক্ষ্মীপুর শাখা, হিসাব নং ২০৯ ১০১ ৫০৮৮৩। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×