ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বান্দরবানে সন্ত্রাসী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৫১, ৮ সেপ্টেম্বর ২০১৬

বান্দরবানে সন্ত্রাসী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৭ সেপ্টেম্বর ॥ রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় আদিবাসীরা। উপজেলার আলিখ্যং ইউনিয়নের অঙ্গ্যাপাড়ায় মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উক্যহ্লা মারমা (৩২) ও হ্লামং মারমা (২৫)। তাদের দু’জনের বাড়ি জেলার লামা উপজেলায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ক্যহ্লা মারমা ও হ্লামং মারমা অঙ্গ্যাপাড়ার কার্বারির ছেলে থুইছাচিং মারমাকে মারতে গেলে স্থানীয় লোকজন তাদের পিটিয়ে হত্যা করে। এ সময় নিহত দুজন মদ্যপ অবস্থায় ছিলেন বলে স্থানীয়রা জানান। উপজেলার জামছড়ি পাড়া থেকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতা মং পু মারমাকে অপহরণ করে জেএসএস। এ ঘটনার পর থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন এলাকার আদিবাসীরা প্রতিরোধ গড়ে তুলে। এদিকে মঙ্গলবার ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটিতে নিরাপত্তা জোরদার করেছে। ঘটনায় রোয়াংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে, লাশ ময়নাতদন্ত্রের জন্য বান্দরবান সদর হাসপাতালে রাখা হয়েছে। এই বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার সঞ্চিত কুমার রায় বলেন, কার্বারির ছেলেকে হামলার কারণে পাল্টা আঘাত করায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পুলিশ সুপার সঞ্চিত রায় বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারা নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, এটা পরিকল্পিত বা রাজনৈতিক বিষয় নয়, হঠাৎ করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই বিষয়ে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
×