ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোঃ গোলাম সারোয়ার

বখাটের উৎপাতে

প্রকাশিত: ০৪:০৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

বখাটের উৎপাতে

আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে নারীরা ইভটিজিংয়ের শিকার হচ্ছে প্রতিদিন। ইভটিজিং প্রবণতা দেখা দেয় ১৩-২৫ বছর ছেলেদের মধ্যে। আসলে ছেলেরা ইভটিজিং করে কেন? শারীরিক দিক থেকে। শক্তির ক্ষেত্রে মহিলারা পুরুষদের চেয়ে দুর্বল। কিন্তু পুরুষের চেয়ে তারা বেশি আকর্ষণীয়। নারীর সৌন্দর্য এবং শারীরিক আকর্ষণ থাকবে। কিন্তু এটার জন্য তারা নির্যাতিত কেন হবে? প্রকাশ্য বিরক্তি সৃষ্টি করে পুরুষরা। এই প্রকাশ্য বিরক্তি পুরুষের মনে আনন্দ সৃষ্টি করে আর নারী মনে শুরু হয় কষ্ট আর এই কষ্ট থেকে আত্মহত্যার ঘটনাও ঘটে। শেষ হয়ে যায় সুন্দর নারীর জীবন। বখাটের উৎপাতে শিশু-কিশোরী এদের সুন্দর জীবন নষ্ট হচ্ছে। পরিবার থেকে সঠিক শিক্ষা পেলে ছেলে সন্তানরা কখনই প্রকাশ্যে নারীকে বিরক্ত করবে না। পারিবারিকভাবে ছেলে সন্তানদের বলতে হবে নারীকে প্রকাশ্য বিরক্ত বা বিব্রত করা খারাপ কাজ। এটা নারীরজীবনে মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মানসিক কষ্টের কারণে এদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। নারীর কষ্টের কথা তুলে ধরতে হবে ছেলে-সন্তানদের কাছে। ছেলে-সন্তানের কাছে সব সময় ইতিবাচক কথা বলতে হবে। শাহ্নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ থেকে
×