ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাশকতার আরও এক মামলা

মেয়র মান্নানসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৮:৪৪, ৭ সেপ্টেম্বর ২০১৬

মেয়র মান্নানসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে যাত্রীবাহী বাস ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে আরও একটি মামলার চার্জশীট আদালতে দাখিল করেছে পুলিশ। নাশকতার ওই মামলার চার্জশীটে ৫১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগপন্থী ৫ জনসহ গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ জন ওয়ার্ড কাউন্সিলরের নাম রয়েছে। চার্জশীটে দুইজন নারী কাউন্সিলরের নামও রয়েছে। এ ঘটনা জানাজানি হলে জেলায় তোলপাড় শুরু হয়। মামলার চার্জশীটে অভিযুক্ত কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগপন্থী সালেমা খাতুন (ওয়ার্ড নং-১১), গিয়াস উদ্দিন সরকার (ওয়ার্ড নং-৫৭), আজহারুল ইসলাম মোল্লা (ওয়ার্ড নং-১১), মোঃ রফিকুজ্জামান (ওয়ার্ড নং-৩১) ও নুরুল ইসলাম (ওয়ার্ড নং-৪৬) এবং বিএনপিপন্থী কাউন্সিলর শিরিন চাকলাদার (ওয়ার্ড নং-৩), হাসান আজমল ভুঁইয়া (ওয়ার্ড-নং-২৮), ফয়সাল আহম্মেদ সরকার (ওয়ার্ড নং-১৫), হান্নান মিয়া হান্নু (ওয়ার্ড নং-২৬), তানভীর আহমদ (ওয়ার্ড নং-১৯), মাহবুবুর রশিদ খান শিপু (ওয়ার্ড নং-২৪), মোঃ জাহাঙ্গীর আলম (ওয়ার্ড নং-৫৩), মোঃ শহিদুল ইসলাম (ওয়ার্ড নং-২০), মোঃ সফিউদ্দিন (ওয়ার্ড নং-৪৮), শেখ মোঃ আলেক (ওয়ার্ড নং-৫৪) এবং অন্যদের মধ্যে স্থানীয় বিএনপি, জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের নাম রয়েছে।
×