ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোরবানির পশুবর্জ্য অপসারণ কাজে ভাল করলে পুরস্কার

প্রকাশিত: ০৮:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৬

কোরবানির পশুবর্জ্য অপসারণ কাজে ভাল করলে পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজে যারা ভাল করবে তাদের পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার নগর ভবন চত্বরে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে ডিএসসিসি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমেডির এম.কে বখতিয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক মোঃ মোজ্জামেল হক।
×