ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একটু ধাক্কা দিলেই এ সরকার পড়ে যাবে ॥ মোশাররফ

প্রকাশিত: ০৮:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৬

একটু ধাক্কা দিলেই এ সরকার পড়ে যাবে ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের অবস্থা নড়বড়ে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটু ধাক্কা দিলেই এ সরকার পড়ে যাবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, সরকার বাঘের পিঠে সওয়ার হয়ে বসেছে। বাঘ একটু নড়াচড়া দিলেই সরকার পড়ে যাবে। তখন বাঘের সামনে পড়বে আওয়ামী লীগের লোকেরা। তারা তখন রক্ষা পাবে না। সরকার গুম, খুন, অন্যায়-অত্যাচার, নির্যাতনের মাধ্যমে এত বেশি পাপ করে ফেলেছে যে পাপের বোঝা তারা বহন করতে পারছে না। তারা দেশের লোকজনের বিপক্ষে দাঁড়িয়েছে। তাই এ সরকার একদিন জনরোষে পড়বে। তখন পালানোর পথ পাবে না। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম পটু প্রমুখ। হান্নান শাহ আইসিইউতে ॥ গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ ঢাকার সিএমএইচ এর আইসিইউতে চিকিৎসাধীন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়।
×