ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০তে রানের বিশ্ব রেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৮:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৬

টি২০তে রানের বিশ্ব রেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৩ রানের পাহাড় গড়ে ডেভিড ওয়ার্নারের দল! জবাবে ৯ উইকেটে ১৭৮ রানে থেমে যায় স্বাগতিক লঙ্কানরা। ৮৫ রানের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল অতিথি অসিরা। কাকতালীয়, আন্তর্জাতিক টি২০তে এতদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল এই শ্রীলঙ্কারই দখলে। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে তারা করে ২৬০ রান! আন্তর্জাতিক টি২০তে এই প্রথম ওপেনিংয়ে নেমেছিলেন ম্যাক্সওয়েল। ১৪টি চার ও ৯টি ছক্কায় ৬৫ বলে ১৪৫ রান করেছেন। ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করতে পারেননি কোন ব্যাটসম্যান। সেই রেকর্ডটিই করলেন ম্যাক্সওয়েল। এর আগে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ারই ডেমিয়েন মার্টিন। ম্যাক্সওয়েল ১৪৫ রানের অপরাজিত ইনিংসে সঙ্গী হিসেবে পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার (২৮), উসমান খাজা (৩৬) ও হেডকে (১৮ বলে ৪৫)। বড় রানের নিচে চাপা পড়া লঙ্কার হয়ে অধিনায়ক দীনেশ চান্দিমাল ৪৩ বলে সর্বোচ্চ ৫৮, চামারা কাপুগেদারা ২৫ বলে ৪৩ রান করে আউট হন। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড নেন তিনটি করে উইকেট।
×