ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবন রক্ষা কমিটি

রামপালে সৌর বিদ্যুত কেন্দ্র স্থাপন করুন

প্রকাশিত: ০৮:০৬, ৭ সেপ্টেম্বর ২০১৬

রামপালে সৌর বিদ্যুত কেন্দ্র স্থাপন করুন

স্টাফ রিপোর্টার ॥ রামপাল প্রকল্প নিয়ে এক বিদেশী প্রকৌশলীকে দিয়ে ১০টি প্রশ্ন ছুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। কমিটির নেতৃবৃন্দ বলেন, রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতি হবে এ নিয়ে দ্বিমতের কোন সুযোগ নেই। ক্ষতির বিষয়টি নিশ্চিত জেনেই রামপাল প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করছে জাতীয় কমিটি। একই সঙ্গে তারা রামপাল প্রকল্প বাতিল করে প্রকল্পের স্থানে সৌরবিদ্যুত প্রকল্প স্থাপনের দাবি জানান। মঙ্গলবার সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে রাজধানীর ধানম-ির বিলিয়া মিলনায়তনে ‘রামপাল তাপ বিদ্যুত কেন্দ্র বিষয়ক ১০টি বিভ্রান্তিমূলক অপপ্রচার ও এর বিজ্ঞানভিত্তিক জবাব’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্রের এক শ্রেণীর বেসরকারী ব্যবসায়িক জ্বালানি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী আরশাদ মনসুরের রামপাল বিদ্যুতপ্রকল্প বিষয়ে ১০টি প্রশ্ন তুলে একটি প্রবন্ধ জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। রামপাল প্রকল্পের পক্ষ থেকে ১০টি প্রশ্নের উত্তর, তাদের তথ্য ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে প্রদান করা হয়। সেসব প্রশ্নোত্তর দেখে মূল প্রশ্নকর্তা জানান যে, এসব উত্তরে তিনি সন্তুষ্ট হয়েছেন। এসব শর্ত পালন করে রামপাল বিদ্যুতপ্লান্ট নির্মাণে তার আর কোন আপত্তি নাই। রামপাল প্লান্টের পক্ষে এসব সাফাই-জবাব প্রকৃত অর্থে সুন্দরবনের জন্য যথাযথ ও গ্রহণযোগ্য কিনা তা যাচাইয়ের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিকট মনসুরের ১০টি প্রশ্ন ও রামপাল কোম্পানির দেয়া জবাব প্রেরণ করা হয়। সে সবের ওপর তারা তাদের মন্তব্য ইতোমধ্যেই আমাদের কাছে পাঠিয়েছেন। আন্তর্জাতিক এসব বিশেষজ্ঞ বিশ্লেষণ করে জানান রামপাল তাপ বিদ্যুত প্রকল্প সম্পর্কে এসব সরকারী তথ্য উপাত্ত অধিকাংশ হচ্ছে অর্ধসত্য ও ভুল, অপ্রাসঙ্গিক, বিভ্রান্তিকর। পরিবেশ সমীক্ষা প্রতিবেদনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার প্রদত্ত এসব সাফাই জবাব আবারও অবৈজ্ঞানিক ও অপর্যাপ্ত হিসেবে প্রমণিত হয়েছে। সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক এ্যাড. সুলতানা কামাল বলেন, সরকার যেসব তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে রামপালে বিদ্যুত কেন্দ্রের কারণে সুন্দরবন ধ্বংস হবে না বলে উল্লেখ করেছেন তা আসলে বৈজ্ঞানিক বিচারে কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। এ সময় তিনি অবিলম্বে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুত প্রকল্প বাতিল করার আহ্বান জানান। একই সঙ্গে রামপাল প্রকল্পের স্থানে বড় ধরনের সৌর বিদ্যুত প্রকল্প স্থাপনের জোর দাবি জানান তিনি।
×