ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় শিকলবন্দী ৮ বাংলাদেশী উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৯, ৭ সেপ্টেম্বর ২০১৬

মালয়েশিয়ায় শিকলবন্দী ৮ বাংলাদেশী উদ্ধার

বাংলানিউজ ॥ শিকলবন্দী অবস্থায় আট বাংলাদেশীসহ ৯ ব্যক্তিকে উদ্ধার করেছে মালয়েশিয়ার কেদা প্রদেশের পুলিশ। ধারণা করা হচ্ছে এরা সবাই মানবপাচার ও অপহরণের শিকার। দেশটির কেদার পেনদাং জেলার কাম্পুং চারক কেলাদি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ৯ ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের পা শিকলে বাঁধা ছিল। উদ্ধারের সময় তারা খুবই দুর্বল এবং ক্ষুধার্ত ছিল। খবর মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা’র। নয়জনের মধ্যে আটজনই বাংলাদেশী এবং একজন মিয়ানমারের নাগরিক। এদের সবার বয়স ২২-২৫ বছরের মধ্যে। কেদাহ পুলিশ প্রধান দাতুক আশ্রী ইউসুফ মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের বলেন, ২৯ আগস্ট সুংগাই পেতানির একটি নির্মাণ সাইট থেকে ছয় বাংলাদেশী শ্রমিক অপহৃত হন। তাদের অনুসন্ধানের জন্যেই এ অভিযান পরিচালনা করে পুলিশ।
×