ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় গরু ভর্তি ট্রাক লুট

প্রকাশিত: ০৬:২৯, ৭ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ায় গরু ভর্তি ট্রাক লুট

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুরে সোমবার গভীর রাতে ব্যারিকেড দিয়ে গরুবাহী ট্রাক আটকে চালক, হেলপার ও ব্যাপারিদের হাত-পা বেঁধে ফেলে দিয়ে গরু লুটে নিয়েছে দুর্বৃত্তরা। লুটে নেয়া গরুগুলোর মূল্য প্রায় ১৫ লাখ টাকা। গরুগুলো ঢাকায় কোরবানির হাটে যাচ্ছিল। ঘোগাব্রিজ এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালের দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা ট্রাকের চালক, হেলপার, তিন ব্যাপারি ও রাখালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। চিকিৎসা শেষে তারা বিকেলে শেরপুর থানায় আসেন এবং পুলিশকে ঘটনাটি জানায়। গরু ব্যাপারি সোলায়মান আলী জানান, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ হাট থেকে তারা কোরবানির পশু হিসেবে বিক্রির জন্য প্রায় ১৫ লক্ষাধিক টাকা দিয়ে বিভিন্ন আকারের ২৫টি গরু ক্রয় করেন। ব্যাপারিদের বাড়ি চট্টগ্রামে। গরুগুলো একটি ট্রাকে তুলে ওইদিন রাতে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। রাত তিনটার দিকে উল্লিখিত স্থানে পৌঁছলে অজ্ঞাত ২০-২৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত দল মহাসড়কে আঁড়াআঁড়িভাবে ট্রাক দাঁড় করিয়ে ব্যারিকেড সৃষ্টি করে গরুবাহী ট্রাকের গতিরোধ করে। পরে তাদের নামিয়ে হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে দিয়ে গরুভর্তি ট্রাক লুটে নেয়। তিন সহায়তাকারীকে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রাজধানীতে ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল হককে ধরিয়ে দিতে পুলিশকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করায় ডোমারে তিন ব্যক্তিকে পুরস্কৃত করেছে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ডোমার থানা চত্বরে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভায় সংবর্ধনার মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা ও পুরস্কৃতরা হলেন উপজেলার সোনারায় এলাকার মাংস ব্যবসায়ী দুলাল হোসেন, ইউপি সদস্য শাহজাহান আলী ও অটোচালক ঈসমাইল হোসেন। পুরস্কার হিসাবে এদের প্রত্যেককে ৫ হাজার করে টাকা দেয়া হয়। সংবর্ধনা পেয়ে তারা বলেন ভাল কাজ করলে স্বীকৃতি পাওয়া যায় তা পুলিশ আমাদের দেখিয়ে দিল। তারা সকল ভাল কাজে পুলিশকে সহায়তা করতে ডোমারসহ দেশের সাধারণ মানুষকে আহবান জানায়। শিশু সুলতানা হত্যাকারীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৬ সেপ্টেম্বর ॥ আলোচিত স্কুলছাত্রী শিশু সুলতানাকে ধর্ষণ ও হত্যাকা-ে জড়িতদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মঙ্গলবার বিকেলে শহরে মানববন্ধন করা হয়েছে। তারুণ্য সোসাইটি, হবিগঞ্জ নামে একটি সংগঠনের উদ্যোগে শহরের মরহুম এম সাইফুর রহমান টাউন হলের সম্মুখে আয়োজিত এই কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বাপা নেতা তোফাজ্জল সোহেল, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মঞ্চ অভিনেতা সৈয়দ বাকী ইকবাল, সাংবাদিক শাকিলা হক ববি, তারুণ্য সোসাইটির সভাপতি আবদাল মিয়া, এ্যাডভোকেট বিজন বিহারী দাশ প্রমুখ।
×