ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে পনেরো চিকিৎসককে শোকজ

প্রকাশিত: ০৬:২৮, ৭ সেপ্টেম্বর ২০১৬

বোয়ালমারীতে পনেরো চিকিৎসককে শোকজ

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৬ সেপ্টেম্বর ॥ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাপস বিশ্বাসসহ ১৫ চিকিৎসককে শোকজ করেছেন সিভিল সার্জন ডাঃ অরুন কান্তি বিশ্বাস। কর্মস্থলে হাজির না থাকায় এ শোকজ করা হয় বলে জানা গেছে। মঙ্গলবার চিকিৎসকরা শোকজের চিঠি পেয়েছেন বলে জানান ডাঃ তাপস বিশ্বাস। এছাড়া ১৮ কর্মচারীর মধ্যে ১৫ কর্মচারীকে একই অভিযোগে শোকজের চিঠি দেয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজপ্রাপ্ত চিকিৎসকরা হলেন ডাঃ গিয়াস উদ্দিন আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, মোঃ মোরসেদ আলম, মনিরুজ্জামান, নাজমুল ইসলাম, মারনুশ, জাবির বিন রশিদ, এনামুল ইসলাম, মাহবুবুল হক, মুসফিকুর রহমান, সাইদ আহমেদ, আবিদা সুলতানা, সৈয়দা নুশরত আরা ও জুলেখা খাতুন। কর্তব্য কাজে অবহেলা, সময়মতো কর্মস্থলে হাজির না থাকায় কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না মর্মে জবাব চেয়ে এ কারণ দর্শনোর নোটিস জারি করা হয়। উল্লেখ্য. গত শনিবার সিভিল সার্জন অরুন কান্তি বিশ্বাস সকাল সোয়া আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় তিনি কোন ডাক্তার ও কর্মচারীকে কর্মস্থলে হাজির পাননি। উল্লেখ্য, সকাল আটটায় তাদের হাজির হওয়ার বিধান রয়েছে। এ ব্যাপারে ডাঃ তাপস বিশ্বাস বলেন, মঙ্গলবার নোটিস পেয়েছি। চিকিৎসক লাঞ্ছিত ॥ গ্রেফতার দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শম্পা রানীকে লাঞ্ছিতকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দাবিতে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ১২টায় নগরীর শহীদ ডাঃ মিলন চত্বরে (সাত রাস্তার মোড়) অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএমএ’র সহ-সভাপতি ও খুলনা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। বক্তব্য রাখেন খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, ডাঃ গাজী মিজানুর রহমান, ডাঃ মোল্লা হারুন অর রশিদ, ডাঃ বঙ্গ কমল বসু, ডাঃ মোঃ মামুনুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, গত ২৮ আগস্ট সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শম্পার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অথচ হামলাকারী সন্ত্রাসীরা এখনও গ্রেফতার হয়নি। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনা না হলে খুলনা থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
×