ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা ॥ আসামি ছিনতাই

প্রকাশিত: ০৬:২৮, ৭ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা ॥ আসামি ছিনতাই

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার পুলিশের ওপর হামলা করে নাশকতা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন মহিলারা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামে। এ ঘটনার পর পুলিশ এলাকায় গিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাস জানান, তার নেতৃত্বে পুলিশের পাঁচজন সদস্যসহ মঙ্গলবার দুপুরে চন্দনপুর ইউনিয়ন যুবদল সেক্রেটারি সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামকে ধরতে তার বাড়িতে অভিযান চালান। সাদা পোশাকধারী দুইজন পুলিশ শফিকুলকে গ্রেফতারও করে। এ সময় শতাধিক মহিলা পুলিশের ওপর পাল্টা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। তিনি আরও জানান, মহিলাদের কামড়ে কনস্টেবল সবুজ আহত হন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শফিকুল ইসলাম একাধিক নাশকতা মামলার আসামি। তিনি একজন অস্ত্র চোরাকারবারি। বেশিরভাগ সময় ভারতে পালিয়ে থাকা শফিকুল সকালে বাড়িতে আসে। খবর পেয়ে তাকে গ্রেফতার করলে মহিলারা কনস্টেবল সবুজের হাতে কামড় দিয়ে তাকে ছিনিয়ে নেয় । তিনি আরও জানান, এলাকার ফিরোজ আহমেদের নেতৃত্বে মহিলারা এই হামলা করেন। এদিকে এলাকাবাসীর অভিযোগ, শফিকুল ইসলামকে আটক করার সময় সাদা পোশাকধারী দুইজন পুলিশ সদস্য বাড়ির মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন। গ্রেফতারের পর তারা শফিকুলকে বাজারে এনে গালাগাল ও মারধর করতে থাকেন। এ নিয়ে কবির আহমেদ ও সালাহউদ্দিন পুলিশের সঙ্গে বিতর্কে নামে। এ সময় কমপক্ষে ৫০ জন নারী পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি শফিকুলকে ছিনিয়ে নেয় । অপরদিকে, আসামি ছিনতাইয়ের খবর কলারোয়া থানায় পৌঁছলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখের নেতৃত্বে পুলিশের একটি দল চান্দুড়িয়া বাজারে অভিযান চলায়। তারা তা-ব শুরু করলে দোকানপাট বন্ধ হয়ে যায়। আশপাশের লোকজন আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। ওসি জানান, শফিকুলকে গ্রেফতার করা যায়নি। কাছেই সীমান্ত হওয়ায় সে ভারতে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির আহমেদ ও সালাহউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। চরফ্যাশন নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন থেকে জানান, ভোলার চরফ্যাশনের চরযমুনা গ্রামে মঙ্গলবার দুপুরে শাহিন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। পরে স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ পুলিশ সদস্যকে আহত করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আয়শা, নাজমা, নাহার, শরীফ নামের চারজনকে আটক করেছেন। আহত পুলিশ সদস্যদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×