ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে ১২ বাড়ি ভাংচুর, লুট

প্রকাশিত: ০৬:২৭, ৭ সেপ্টেম্বর ২০১৬

রূপগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে ১২ বাড়ি ভাংচুর, লুট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় ১২টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় আহত হয়েছেন ৫ জন। মঙ্গলবার বিকেলে উপজেলার আমলাবো এলাকায় ঘটেছে এ ঘটনা। জানা গেছে, দুপুরে ক্রিকেট খেলা নিয়ে উপজেলার কালী এলাকার চাঁন মিয়ার ছেলে মোয়াচ্ছেল মিয়ার সঙ্গে আমলাবো এলাকার বাবুল মিয়ার ছেলে রাজু মিয়ার বাগবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মোয়াচ্ছেল মিয়ার পক্ষে ৩০ থেকে ৪০ জনের একদল লোক আমলাবো এলাকার রাজু মিয়াদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। প্রতিবাদ করায় মোস্তফা মিয়ার মুরগির ফার্ম, সোলায়মান মিয়ার মুদি মনোহরী দোকানঘর, রওশনের বসতঘর, তোতা মিয়ার টিনেরঘর, মজিদ ফকির, বাদল মিয়া, মনির মিয়া, জাকির হোসেনের বাড়িসহ ১২টি বসতবাড়িতে হামলা চালানো হয়। পটিয়া নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, জায়গার বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় এক সংখ্যালঘুর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা ও বিকেল ৫টায় দুই দফায় পটিয়া থানার ১শ’ গজের মধ্যে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, পটিয়া থানার ১শ’ গজের মধ্যে কলেজ গেট এলাকায় দীর্ঘদিন ধরে উপজেলার খরনা ইউনিয়নের বাসিন্দা প্রবাসী আয়ুবের সঙ্গে জাহাঙ্গীর আলম ও সুখেন্দু দে’র মধ্যে বিরোধ চলে আসছিল। যা আদালতে মামলা বিচারাধীন। ইতোপূর্বে জাহাঙ্গীর আলম অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে পটিয়া আদালতে একটি মামলা দায়ের করেন। নিরাপত্তা বাহিনীকে সহায়তা করলে জঙ্গী থাকবে না ॥ আইনমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৬ সেপ্টেম্বর ॥ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গীবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদ প্রতিরোধে তাদের সহায়তা করলে এ দেশে জঙ্গীবাদ থাকবে না। মঙ্গলবার বিকেল ৪টায় নরসিংদী জেলা জজ আদালতের বর্ধিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নরসিংদী জেলা ও দায়রা জজ ফাতেমা নজীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক।
×