ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধীর ফাঁসি

পাকিস্তানের পতাকা পুড়িয়ে ধিক্কার চসিক মেয়রের

প্রকাশিত: ০৬:২৬, ৭ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানের পতাকা পুড়িয়ে ধিক্কার চসিক মেয়রের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, পাকিস্তান সংঘাতে পরিপূর্ণ একটি দেশ। সেখানে গণতন্ত্র দূরের কথা, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। ওই দেশের পক্ষে অন্য কোন দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি হাস্যকর। যুদ্ধাপরাধীদের ফাঁসির প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিবৃতি স্পষ্টভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। মীর কাশেম আলীর ফাঁসির দ- কার্যকরের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিবৃতির প্রতিবাদে আয়োজিত এক সভায় মেয়র এসব কথা বলেন। সভায় পাকিস্তানের পতাকায় আগুন দিয়ে ধিক্কার জানানো হয়। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সোমবার সন্ধ্যায় চসিক চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। সেখানে পাকিস্তানী সহকারী হাইকমিশনার শামীমা মাহতাবের ছবি সংবলিত পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন দিয়ে ধিক্কার প্রকাশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন চসিকের প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রায়হান ইউসুফ, আবদুল মান্নান ফেরদৌস, আওয়ামী লীগ নেতা জাফর সোবহান, কৃষক লীগের কাজী আনোয়ার হাফিজ, সুমন দেবনাথ প্রমুখ। পতœীতলায় বিষ প্রয়োগে জমির ধান নষ্ট নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ সেপ্টেম্বর ॥ পতœীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের কৈবর্তখ- সরকারপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আগাছা নাশক বিষ প্রয়োগ করে এক কৃষকের ১.৮৪ একর জমির আমন ধান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে পতœীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, কৈবর্তখ- সরকারপাড়া গ্রামের তোজাম্মেল হক পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ওই জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিল। সোমবার গভীর রাতে চক খলিল কামারপাড়া গ্রামের আতাউর রহমান, আবুল কালাম আজাদ, ইউনুস আলী, আইউব আলী, সামাদসহ বেশ কয়েকজন দলবদ্ধ হয়ে ওই জমিতে অবৈধভাবে প্রবেশ করে রাসায়নিক বিষ প্রয়োগ করে জমিতে চাষ করা আমন ধান নষ্ট করে ১ লাখ ২০ হাজার টাকা ক্ষতিসাধন করে। এ বিষয়ে তোজাম্মেল হক বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ডায়াবেটিক সমিতির সেবা দিবস নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৬ সেপ্টেম্বর ॥ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ ইব্রাহিমের ২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণে গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে মঙ্গলবার সেবা দিবস পালন করা হয়। এ উপলক্ষে গরিব রোগীদের বিনামূল্যে এবং সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান, রোগীদের মধ্যে ড. ইব্রাহিমের জীবনী সংবলিত লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠন কার্যালয়ে সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জিল্লুর রহমান, কামরুল ইসলাম চিনু, কাজী মকবুল হোসেন, ফজলুল করিম, মোস্তাফিজুর রহমান, ওসমান গণি প্রমুখ। পুষ্টি বিষয়ক ক্যাম্পেন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ সেপ্টেম্বর ॥ ‘বাড়বে রুচি, বুদ্ধি বল শিশু রবে চিরকাল’ শিশু স্বাস্থ্য সুরক্ষা ও মেধা বিকাশে পারিবারিক পুষ্টি সমৃদ্ধ খাবারের বিকল্প নেই। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্য ব্র্যাকের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিশুর পুষ্টিসমৃদ্ধ পারিবারিক খাবার বিষয়ক ক্যাম্পেন অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অধ্যাপক ফরহাদ হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশীদুর মান্নাফ কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ।
×