ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কামারপল্লীতে ব্যস্ততা

প্রকাশিত: ০৬:২৫, ৭ সেপ্টেম্বর ২০১৬

কামারপল্লীতে ব্যস্ততা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ সেপ্টেম্বর ॥ ঈদকে সামনে রেখে নওগাঁ অঞ্চলে ছুরি, বঁটি, দা, চাপাতি তৈরি ও শান (ধার) দেয়ার ধুম পড়েছে। এতে কদর বেড়েছে কামার ও শানওয়ালাদের। কামাররা মহাব্যস্ত সময় পার করছেন নতুন ছুরি, কাটারি, দা, বঁটি ও চাপাতি তৈরির কাজে। পুরনো কাজে হাত দেয়ার মতো তাদের যেন ফুরসত নেই। পাশপাশি গ্রামে গ্রামে ঘুরে দা, বঁটি, ছুরি, চাপাতিতে শান দিচ্ছেন শানওয়ালারা। সেই কাকডাকা ভোরে বাড়ি থেকে কাঁধে করে শান দেয়ার মেশিনটি (স্থানীয়ভাবে তৈরি) নিয়ে বের হয়ে গ্রামে-গ্রামে, পাড়া-মহল্লায় ঘুরে মানুষের ছুরি, বঁটি, চাপাতিতে ধার দিয়ে সন্ধ্যায় ফেরেন তারা বাড়িতে। এতে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা রোজগার হয় তাদের। সব মিলিয়ে তারা এখন মহাব্যস্ত সময় পার করছেন। নওগাঁ শহরের কাঁচা বাজার এলাকার দোকানি সুশীল কর্মকার (৫৬) দা, ছুরি, চাপাতি, বঁটি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কালকিনি নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনি উপজেলায় এবারের কোরবানির ঈদকে সামনে রেখে কামারপল্লীতে বেড়েছে কর্মব্যস্ততা। প্রতি বছরের মতোই ওই পল্লীতে দিন-রাত চলছে ছুরি, দা, বঁটি ও চাপাতি ইত্যাদি তৈরির কাজ। উপজেলার ফসিয়াতলা, কালীগঞ্জ, কুমারবাড়ি, ভুরঘাটা, গোপালপুর, সাহেবরামপুর, কয়ারিয় ও মাদ্রাবাজারের গ্রামে কামারদের বসবাস। কামাররা ছুরি, বঁটি, দা, কাটারিসহ বিভিন্ন জিনিস তৈরী করে থাকেন। সারাবছর কামারদের যে কাজ হয় কোরবানির ঈদের সময় তার কয়েকগুণ বেশি কাজ হয়। আমতলী নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, আমতলীর কামারশিল্পীরা উপকরণের অভাব, কারিগরদের স্বল্প মজুরি, বিক্রিমূল্য কম, কয়লার দাম বেশিসহ প্রতিকূল পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। ঈদ-উল-আযহাকে সামনে রেখে তারা দা, কুঠার, ছেনি, চাপাতি, কাটারি ও ছুরি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। আমতলী ও তালতলী উপজেলা সদরসহ হাট-বাজারে কোরবানির গবাদিপশু জবাই করতে এবং মাংস তৈরিতে দা, কুঠার, ছুরি, চাপাতি ও কাটারি বেশি প্রয়োজন। সাত ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৬ সেপ্টেম্বর ॥ মির্জাপুরে পুলিশ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে। সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোষ্টকামুরী মাঝিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলো রউফ মিয়া, টিপু মিয়া, লুৎফর রহমান, শহিদুল ইসলাম সোহেল, রাব্বি ইসলাম, মিল্টন মিয়া, সোহেল। অপর ৬ ডাকাত পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ জানায়, ডাকাতদল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোষ্টকামুরী মাঝিপাড়া এলাকায় ডাকাতি ও গরুর ট্রাক ছিনতাই করার চেষ্টা করছিল।
×