ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতনভাতা বন্ধ

বঙ্গবন্ধু সেতুর চার শতাধিক কর্মীর ঈদ অনিশ্চিত

প্রকাশিত: ০৬:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৬

বঙ্গবন্ধু সেতুর চার শতাধিক কর্মীর ঈদ অনিশ্চিত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ সেপ্টেম্বর ॥ বঙ্গবন্ধু সেতুতে কর্মরত চার শতাধিক কর্মচারীর ঈদ অনিশ্চিত হয়ে পড়েছে। দুই মাস ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় এসব কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঈদের আগে বেতন-বোনাস দেয়া তো দূরের কথা উল্টো তাদের নির্ধারিত বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে এ বছরের জুলাই মাসে দায়িত্বপ্রাপ্ত নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)। সেতুতে কর্মরত স্থানীয় কয়েক কর্মকর্তার কুপরামর্শে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনমুখী হচ্ছে কর্মচারীরা। সেতু এলাকায় তারা বিক্ষোভ প্রদর্শনও করেছে। দিন যতই গড়াচ্ছে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ততই বৃদ্ধি পাচ্ছে। জানা যায়, এ বছরের জুলাই থেকে বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)। এর আগে এক বছর টোল আদায় থেকে শুরু করে সেতুর সকল কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্ব নেয়ার পর দুই মাস অতিবাহিত হলেও সেতুতে কর্মরত কর্মচারীদের কোন বেতন-ভাতা প্রদান করেনি। ঈদের আগে বেতন-বোনাস দেয়া হবে কিনা তাও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। কর্মচারীদের পূর্বের বেতন পরিশোধ না করে উল্টো বিবিএ কর্তৃক নির্ধারিত কর্মচারীদের সর্বনি¤œ বেতন ১০ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৬ হাজার ৫০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ক্ষুব্ধ হয়েছে কর্মচারীরা। প্রতিবাদ হিসাবে তারা সেতু এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা সেতুতে কর্মরত কর্মকর্তাদের দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াসীম আলী বেতন না কমানোর প্রতিশ্রুতি দিলে কর্মচারীরা অবরোধ তুলে নেয়।
×