ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ ক্রিকেটারের পুলে নেই আরাফাত সানি

প্রকাশিত: ০৬:২০, ৭ সেপ্টেম্বর ২০১৬

২০ ক্রিকেটারের পুলে নেই আরাফাত সানি

স্পোর্টস রিপোর্টার ॥ তাহলে কী কোনভাবেই আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আরাফাত সানিকে বিবেচনায় রাখা হলো না? সানি এখন অস্ট্রেলিয়ায় ৮ সেপ্টেম্বর বোলিং এ্যাকশন শুদ্ধ করার পরীক্ষা দেবেন। জাতীয় দলের ২০ ক্রিকেটারের যে পুল ঘোষণা করা হয়েছে, তাতে সানি না থাকা মানেই হচ্ছে আসন্ন দুই সিরিজের জন্য বিবেচনায় নেই এ স্পিনার। যদি শুদ্ধ প্রমাণিত হন, তাহলেও বিবেচনায় আসছেন না। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যের পুল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন ৩০ ক্রিকেটার। সেখান থেকে ১০ জনকে বাদ দিয়ে এই পুল করা হয়েছে। পুলে তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহীম, সাব্বির রহমান রুম্মন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদী মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন আছেন। এ ক্রিকেটারদের ১৮ সেপ্টেম্বর প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহের কাছে সকাল ৯টায় রিপোর্ট করতে বলা হয়েছে। এই পুল থেকেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সেরা ১৪ জনকে রাখা হবে। টি২০ সিরিজ হারল জাহানারারা স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ৬ রানে হারে জাহানারা আলমের বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। আর তাতে করে দুই ম্যাচের টি২০ সিরিজ ০-১ ব্যবধানে হেরে যায় জাহানারারা। দ্বিতীয় টি২০ ম্যাচটি ছিল মঙ্গলবার। এ ম্যাচটিও ব্রিডি ক্রিকেট ক্লাবে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি ম্যাচটি হতে দিল না। ৫ ওভার করেও যদি খেলানো যেত, তাহলেও ম্যাচটি হতো। কিন্তু তাও সম্ভব হলো না। সব চাইতে মজার বিষয় হলো, মাত্র ১০ ওভার ব্যাট করার সুযোগ পায় জাহানারারা। প্রথম ম্যাচে এই ১০ ওভার খেলেই সিরিজ হার হয়ে গেল। প্রথম ম্যাচেও বৃষ্টি বাধা তৈরি করে। তাতে করে ১০ ওভার করে খেলা হয়। আগে ব্যাট করে শিলিংটনের ২৬ রানে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান করে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। খাদিজা তুল কুবরা ৩ উইকেট নেন। এ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৪৮ রানের বেশি করতে পারেনি। তাই ৬ রানে প্রথম টি২০ ম্যাচে হার হয়। এরপর দ্বিতীয় টি২০তে জেতার আশা নিয়ে খেলতে নামার কথা। সেই সুযোগটিই হয়নি। বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। আর তাতে করে প্রথম টি২০তে যে ১০ ওভার ব্যাটিং করতে পারে জাহানারারা, সেটিই কাল হয়ে দাঁড়ায়। সেই হারই, সিরিজ হারের মুখে ফেলে দেয় জাহানারাদের। ০-১ ব্যবধানে সিরিজ হারও হয়। কোয়ার্টারে মারে, ওয়ারিঙ্কা স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ব্রিটিশ টেনিস তারকা এ্যান্ডি মারে ও সুইজারল্যান্ডের স্টানিসলাস ওয়ারিঙ্কা। মারে সহজ জয় তুলে নিলেও ওয়ারিঙ্কা ঘাম ঝরানো জয় তুলে নেন। এছাড়া শেষ আট নিশ্চিত করেছেন আর্জেন্টিনার জুয়ান মার্টিন দেল পোত্রো ও জাপানের কেই নিশিকোরি। শুরু থেকেই ফেবারিট এবার মারে ও বিশ্বসেরা সার্বিয়ার নোভাক জোকোভিচ। বছরের প্রথম দুই গ্র্যান্ডসøাম (অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন) জেতা জোকোভিচ উইম্বলডন ও অলিম্পিকে পারেননি। পরের দুটির শ্রেষ্ঠত্ব পেয়েছেন বিশ্বের দুই নম্বর মারে। সবকিছু ঠিকমতো চললে, অর্থাৎ মারে-জোকোভিচ তাদের ম্যাচগুলো জিততে পারলে ফাইনালের আগে পরস্পরের মধ্যে দেখা হচ্ছে না। সে পথে আরেক ধাপ এগিয়ে গেছেন দু’জনই। মারে চতুর্থ পর্বে ২২ নম্বর বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে কোন পাত্তাই দেননি। সরাসরি ৬-১, ৬-২ ও ৬-২ সেটে বিধ্বস্ত করে ঝড়ের বেড়ে উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। তবে শেষ আটে অগ্নিপরীক্ষায় পড়তে হবে এ ব্রিটিশ তারকাকে। ৬ নম্বর বাছাই নিশিকোরির সঙ্গে খেলতে হবে। নিশিকোরি চতুর্থ পর্বে ২১ নম্বর বাছাই ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচের বিপক্ষে জিতেছেন ৬-৩, ৬-৪ ও ৭-৬ (৭-৪) সেটে। আর শেষ আটে জোকোভিচ খেলবেন ৯ নম্বর বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে। তবে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছিলেন ৩ নম্বর বাছাই সুইস তারকা ওয়ারিঙ্কা।
×