ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:২০, ৭ সেপ্টেম্বর ২০১৬

‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজই শেষ হয়ে যাচ্ছে প্রথমবারের মতো আয়োজিত ওয়ালটন ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। সাবেক ক্রিকেটাররা এ কার্নিভালে অংশ নেন। আজ ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে হাবিবুল বাশার সুমনের খুলনা ও সেলিম শাহেদের অলস্টার্স মাস্টার্স মুখোমুখি হবে। ম্যাচটি দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বেসরকারী টেলিভিশন চ্যানেল আই সরাসরি ম্যাচটি দেখাবে। ২৫ ওভার করে খেলা হবে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের বার্তা পরিচালক শাইখ সিরাজ, ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, স্ক্যান সিমেন্টের পরিচালক (মার্কেটিং এ্যান্ড সেলস) সৈয়দ আবু আবেদ সাহের। কার্নিভালের আহ্বায়ক বিসিবি পরিচালক, সাবেক অধিনায়ক আকরাম খান, বিসিবি পরিচালক, সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখার জন্য মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল শেষে সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে কোচ, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা জানানো হবে। এখন থেকে প্রতিবছরই কার্নিভাল শেষে সম্মাননা জানানো হবে দেশীয় ক্রিকেটের অগ্রযাত্রায় অবদান রাখা বিশেষ ব্যক্তিদের। আসরের টাইটেল স্পন্সর ওয়ালটন, পাওয়ার্ড বাই স্পন্সর স্ক্যান সিমেন্ট, কো স্পন্সর একমি, বেভারেজ পার্টনার ফ্রেশ, স্ন্যাক্স পার্টনার ফু-ওয়াং ফুডস, হসপিটালিটি পার্টনার সায়মন বিচ রিসোর্ট। টুর্নামেন্টের ম্যানেজমেন্ট পার্টনার ইমেগো স্পোর্টস। কার্নিভালের গ্রুপ পর্বের খেলা ও সেমিফাইনাল হয় কক্সবাজারে। শুধু আজ ফাইনালটি হবে মিরপুরে। এ শিরোপা নির্ধারণী ম্যাচটি দিয়েই শেষ হবে প্রথম আসর। গেইল ছাড়াই উইন্ডিজ দল স্পোর্টস রিপোর্টার ॥ ফিটনেস সমস্যায় নিজে থেকে সরে যাওয়ায় আমিরাতে পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের আসন্ন ওয়ানডে ও টি২০ সিরিজের দলে নেই ক্রিস গেইল। ইনজুরির কারণে বাইরে আরেক তারকা মারলন স্যামুয়েলসও। ছোট্ট ভার্সনের চ্যাম্পিয়নদের স্কোয়াডে নতুন মুখ অলরাউন্ডার রভমান পাওয়েল ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পুরান। আমিরাতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিনটি করে টি২০, ওয়ানডে ও টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। দুবাইয়ে প্রথম টি২০ ২৩ সেপ্টেম্বর। ওয়ানডে দল ॥ হোল্ডার (অধিনায়ক), সুলায়মান বেন, কার্লোস ব্রেথওয়েট, ক্রেইগ ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, কার্টার, চার্লস, গ্যাব্রিয়েল, জোসেফ, লুইস, নারাইন, নার্স, পোলার্ড, রামদিন। টি২০ দল ॥ ব্রেথওয়েট (অধিনায়ক), বদ্রি, ডোয়াইন ব্রাভো, জনসন, ফ্লেচার, হোল্ডার, লুইস, নারাইন, পোলার্ড, পুরান, রভমান পাওয়েল, রাসেল, জেরম টেইলর, ওয়ালটন।
×