ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোলবন্যায় মিশন শুরু স্পেনের

প্রকাশিত: ০৬:১৯, ৭ সেপ্টেম্বর ২০১৬

গোলবন্যায় মিশন শুরু স্পেনের

স্পোর্টস রিপোর্টার ॥ গোলবন্যায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব শুরু করেছে স্পেন। ‘জি’ গ্রুপের ম্যাচে লিচেনস্টেইনের জালে দুই হালি গোল দিয়েছে ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার রাতে নিজেদের মাঠে ৮-০ গোলের জয়ে স্পেনের হয়ে দুটি করে গোল করেন দিয়াগো কোস্তা, ডেভিড সিলভা ও আলভারো মোরাটা। একটি করে গোল করেন সার্জি রবার্টো ও ভিটোলো। ‘জি’ গ্রুপের ম্যাচে সাবলীল জয়ে মিশন শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিও। আজ্জুরিরা ৩-১ গোলে হারায় ইসরাইলকে। ইতালির হয়ে গোল করেন গ্রাজিয়ানো, এ্যান্টোনিও কানড্রেভা ও সিরো ইমোবিলে। আলবেনিয়া ও মেসিডোনিয়ার মধ্যকার অপর ম্যাচটি পরিত্যক্ত হয়। এ দু’দলের ম্যাচ হয়েছিল মাত্র ২০ মিনিট। ম্যাচটি মঙ্গলবার আবার হওয়ার কথা ছিল। ‘ডি’ গ্রুপে উড়ন্ত শুরু করেছে ওয়েলস। তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেলের জোড়া গোলে ভর করে ওয়েলস ৪-০ গোলে উড়িয়ে দেয় মলদোভাকে। জর্জিয়াকে ২-১ গোলে হারায় অস্ট্রিয়া। সার্বিয়া ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ‘আই’ গ্রুপের তিন ম্যাচই ড্র হয়। মজার বিষয় হচ্ছে তিনটি ম্যাচেরই স্কোরলাইন ১-১। ম্যাচগুলোতে মুখোমুখি হয় ক্রোয়েশিয়া-তুরস্ক, ফিনল্যান্ড-কসোভো ও ইউক্রেন-আইসল্যান্ড। ২০০৮ সালে স্বাধীন দেশের মর্যাদা পাওয়া কসোভো এবার প্রথমবার বিশ্বকাপ বাছাইপর্বে খেলছে। আর প্রথম ম্যাচেই ফিনল্যান্ডকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে দেশটি। ২০১১ সালে শেষবারের মুখোমুখি লড়াইয়ে লিচেনস্টেইনকে ৬-০ গোলে হারিয়েছিল স্পেন। এবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইউরোপের ছোট্ট এই দেশটিকে আরও বড় ব্যবধানে হারের লজ্জায় ডুবিয়েছে তারা। তবে অবাক করা বিষয়, গোলবন্যার জয়ে স্পেন প্রথম ৪৫ মিনিটে পায় মাত্র ১ গোল। শেষ ৪৫ মিনিটে অতিথিদের কাঁদিয়ে ছাড়েন স্বাগতিক ফুটবলাররা। ম্যাচের ১০ মিনিটে লিচেনস্টেইনের জালে প্রথম বল পাঠান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড কোস্তা। প্রথমার্ধে আর গোল পায়নি তারা। বিরতির পর যেন গোলোৎসবে মেতে ওঠার জন্যই মাঠে নেমেছিলেন স্প্যানিশ ফুটবলাররা। কিছু সময় পরপরই তারা বল জালে জড়ান প্রতিপক্ষের জালে। ৫৫ মিনিটে শুরু করেন রবার্টো। আর ৯১ মিনিটে শেষ করেছেন ডেভিড সিলভা। মাঝে ৫৯ মিনিটে আরও একটি গোল করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৬০ ও ৬৬ মিনিটে দুটি গোল করেন যথাক্রমে ভিটোলো ও কোস্তা। ৮২ ও ৮৩ মিনিটে পরপর দুটি গোল করেন মোরাটা। নতুন কোচ জামপিয়েরো ভেনটুরার অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ইসরাইলকে সহজেই হারিয়েছে ইতালি। ইসরাইলের হাইফায় আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালিকে চমকে দেয়ার চেষ্টা করে স্বাগতিকরা। তবে ঠা-া মাথায় ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় অতিথিরা। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল পায় ইতালি। লুকা আনটোনেল্লির কাছ থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন পেল্লে। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কানড্রেভা। বেন বিটন জিয়াকোমো বোনাভেনচুরাকে ফাউল করলে পেনাল্টি পায় ইতালি। গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে স্পট কিকে জাল খুঁজে নেন কানড্রেভা। খেলার ধারার বিপরীতে জিওর্জিও চিয়েল্লিনির ভুলে ৩৫ মিনিটে ব্যবধান কমায় ইসরাইল। ইতালির ডিফেন্ডার বল হারানোর পর ঠা-া মাথায় বল জালে পাঠান টাল বেন চাইম। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের। ৫৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ইতালির চিয়েল্লিনি মাঠ ছাড়লে উজ্জ্বীবীত হয়ে উঠে স্বাগতিকরা। একের পর এক আক্রমণ শাণাতে থাকে তারা। কিন্তু বুফনের দৃঢ়তায় সমতা ফেরাতে পারেনি ইসরাইল। উল্টো ৮৩ মিনিটে ইমোবিলে গোল করে ইতালির জয় নিশ্চিত করেন।
×