ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেদেরারকেও ছাড়িয়ে গেলেন সেরেনা

প্রকাশিত: ০৬:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৬

ফেদেরারকেও ছাড়িয়ে গেলেন সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ পুরুষ হোক কিংবা নারী- উভয় ক্ষেত্রেই এখন সেরেনা উইলিয়ামস সবার ওপরে। গ্র্যান্ডসøামের ইতিহাসে সর্বাধিক ৩০৮ ম্যাচ জিতেছেন বর্তমান বিশ্বের এক নম্বর এ মার্কিন টেনিস তারকা। আর কোন টেনিস খেলোয়াড় এত ম্যাচ জেতেননি। ইউএস ওপেনের তৃতীয় পর্ব পেরোনোর সঙ্গে সঙ্গে তিনি মার্টিনা নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে মহিলা টেনিসে গ্র্যান্ডসøাম ইতিহাসে সর্বাধিক জয়ের রেকর্ডধারী হয়েছিলেন। ছুঁয়েছিলেন পুরুষ টেনিসে রজার ফেদেরারের গ্র্যান্ডসøামে সর্বাধিক ৩০৭ ম্যাচ জয়ের রেকর্ডকে। এবার ফেদেরারকেও ছাড়িয়ে গেলেন চতুর্থ পর্বে দুর্দান্ত জয় তুলে নিয়ে। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন পঞ্চম বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপের। এছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছেন ১০ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা ও ক্রোয়েশিয়ার অবাছাই তরুণী এ্যানা কনজুহ। এই ক্রোয়েশিয়ানের কাছে হেরেই বিদায় নিয়েছেন ৪ নম্বর বাছাই পোল্যান্ডের সুন্দরী এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এবং পিসকোভা বিদায় করে দিয়েছেন ৬ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে। চলতি ইউএস ওপেনে সবার বিশেষ নজর সেরেনার দিকে। কারণ, ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে শেষ করতে পারলে টানা ১৮৬ সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড এবং সর্বাধিক ২৩ গ্র্যান্ডসøাম জয়ের ইতিহাস গড়ার সুযোগ। উভয় ক্ষেত্রেই তিনি ছাড়িয়ে যাবেন সাবেক জার্মান তারকা স্টেফি গ্রাফকে। তবে এ দুটি বড় রেকর্ডের আগেই আরেকটি বিস্ময়কর রেকর্ড গড়লেন সেরেনা। তৃতীয় রাউন্ডে তিনি গ্র্যান্ডসøামে কোন মহিলা তারকার ক্ষেত্রে সর্বাধিক ৩০৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিলেন। প্রত্যয় জানিয়েছিলেন রেকর্ডটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার। সেটাই করলেন এবার চতুর্থ রাউন্ডে। কাজাখস্তানের অবাছাই ইয়ারোসøাভা শিভেডোভা ছিলেন পুরোপুরি অসহায়। কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি তিনি সেরেনার পাওয়ার টেনিসের সামনে। আত্মসমর্পণ করেছেন ৬-২, ৬-৩ সেটে। ফেদেরার সর্বাধিক ৩০৭ গ্র্যান্ডসøাম ম্যাচ জিতে এতদিন টেনিসের ইতিহাসে রেকর্ডধারী ছিলেন। তাকে ছাড়িয়ে গেলেন সেরেনা। উঠে গেলেন অনন্য উচ্চতায়। এ কারণে দারুণ খুশি সেরেনা বলেন, ‘এটা সত্যিই খুবই আনন্দের। ৩০৮ শুনতে ভালই লাগছে। এখান থেকেই নতুন করে সবকিছু শুরু হলো এবং এটা সত্যিই ম্যাজিকাল একটা বিষয়। আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম ভাবিনি ৩৪ বছর পর্যন্ত খেলব এবং এত ম্যাচ জিতব। এখন নিজেকে অনেক তরুণ মনে হয়। এখনও আমার অনেক অভিজ্ঞতা অর্জনের সুযোগ আছে।’ কোয়ার্টার ফাইনালে অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে সেরেনাকে। কারণ তার প্রতিপক্ষ রোমান তারকা হ্যালেপ। চতুর্থ পর্বে এ রোমান তরুণী ১১ নম্বর বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-২, ৭-৫ সেটে হারিয়ে শেষ আটে পা রাখেন। তবে বিদায় নিয়েছেন সেরেনার বড় বোন ভেনাস। দুর্দান্ত খেলতে থাকা সাবেক এ বিশ্বসেরাকে বিদায় করে দিয়েছেন চেক তারকা পিসকোভা। লড়াইটা ছিল দারুণ জমজমাট। শেষ পর্যন্ত ১০ নম্বর বাছাই পিসকোভা ৪-৬, ৬-৪ ও ৭-৬ (৭-৩) সেটে হারিয়ে দেন ৬ নম্বর বাছাই ভেনাসকে। চমক দেখানো কনজুহ আর পিসকোভা মুখোমুখি হবেন কোয়ার্টারে। ১৮ বছর বয়সী অবাছাই ক্রোয়েশিয়ান তরুণী কনজুহ ৬-৪, ৬-৪ সেটে পোলিশ তারকা চার নম্বর বাছাই রাদওয়ানস্কাকে হারিয়ে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন।
×