ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিতাসের অভিযান

২৭ হাজার তিন শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:১২, ৭ সেপ্টেম্বর ২০১৬

২৭ হাজার তিন শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধভাবে গ্যাস ব্যবহার ও গ্যাস কারচুপি রোধে তিতাস গ্যাস কোম্পানির বিশেষ পরিদর্শন ও সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম চলছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্নের অভিযানও পরিচালিত হচ্ছে। এর আওতায় সম্প্রতি ১টি সিএনজি ও ১৮টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ২৭ হাজার ৩শ’ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া অপসারণ করা হয়েছে ৩৫ দশমিক ৮০ কিলোমিটার পাইপলাইন। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সকলকে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি বিমানের ফিরতি হজ ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে এবং তা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের সর্বশেষ প্রি-হজ ফ্লাইট ৫ সেপ্টেম্বর ২১০ জন হজযাত্রী নিয়ে জেদ্দা পৌঁছে। গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া হজ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত মোট ৪৯ হাজার ৫৪৫ জন যাত্রী হজ পালনের উদ্দেশ্যে বিমানে জেদ্দা পৌঁছেছেন। এর মাধ্যমে শেষ হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ ফ্লাইট পরিচালন কার্যক্রম। উল্লেখ্য, এ বছর হজযাত্রীর অপ্রতুলতা ও অন্যান্য অনাকাক্সিক্ষত কারণে বিমান মোট ২০টি হজ-ফ্লাইট বাতিল করে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ২০টি হজ-ফ্লাইটের মাধমে হজযাত্রীদের মক্কায় পৌঁছে দেয়া হয়। -বিজ্ঞপ্তি
×