ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বারডেমে স্মরণসভা

তরুণ প্রজন্মকে ডাঃ ইব্রাহিমের আদর্শে উজ্জীবিত হতে হবে

প্রকাশিত: ০৬:১২, ৭ সেপ্টেম্বর ২০১৬

তরুণ প্রজন্মকে ডাঃ ইব্রাহিমের আদর্শে উজ্জীবিত হতে হবে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম মানবতার সেবায় নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিয়ে যে আদর্শ রেখে গেছেন তা পৃথিবীতে উজ্জ্বল হয়ে থাকবে। বর্তমান নৈতিক অবক্ষয়ের যুগে তরুণ প্রজন্মকে সেই আদর্শে উজ্জীবিত হতে হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের অডিটরিয়ামে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান এসব কথা বলেন। জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের ২৭তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই স্মরণসভার আয়োজন করে। অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক কেএম ফরিদউদ্দিন, অধ্যাপক পান্না কায়সার প্রমুখ। প্রতিমন্ত্রী নুরুজ্জামান বলেন, সৃষ্টির সেবায় স্রষ্টা সন্তুষ্ট। তাই অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের মতো কর্ম ও সৃষ্টির মাধ্যমে সমাজের ভাল কাজে সম্পৃক্ত হতে হবে। আমরা যদি তার আদর্শে আলোকিত হতে না পারি তাহলে তা হবে আমাদের ব্যর্থতা। এ সময় তিনি বর্তমান তরুণ প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার ভিশনকে বাস্তবায়িত করার আহ্বান করেন। বিশিষ্ট লেখক অধ্যাপক পান্না কায়সার বলেন, মোহাম্মদ ইব্রাহিম একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণে সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আজকে তরুণ সমাজ অন্ধকারে চলে যাচ্ছে। জিপি এ্যাক্সেলারেটর তরুণদের জঙ্গীবাদ প্রভাবমুক্ত রাখবে ॥ তারানা হালিম স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণফোনের এ্যাক্সেলারেটর দেশের তরুণদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেবে। এ উদ্যোগ তরুণদের জঙ্গীবাদের প্রভাবমুক্ত থাকতে সাহায্য করবে। সরকার তরুণ প্রজন্মকে সহায়তা দিতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। গ্রামীণফোনের মতো বেসরকারী প্রতিষ্ঠানও তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, জিপি এ্যাক্সেলারেটরের স্টার্টআপগুলো আমাদের প্রতিদিনই মনে করিয়ে দেয় গতি, তৎপরতা ও সকল প্রতিকূলতার বিরুদ্ধে মনোনিবেশ করার দক্ষতাই আসলে সফলতার দিকে নিয়ে যায়। গ্রামীণফোন বাংলাদেশ সরকার ও স্টার্টআপ ইকোসিস্টেমকে সঙ্গে নিয়ে বিশ্বের স্টার্টআপ মানচিত্রে বাংলাদেশকে দৃঢ়ভাবে তুলে ধরার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ।
×