ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চমবারের মতো সেরা...

প্রকাশিত: ০৬:০০, ৭ সেপ্টেম্বর ২০১৬

পঞ্চমবারের মতো সেরা...

ব্রিটেনের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস মঙ্গলবার তাদের বার্ষিক একশ’ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে টানা পঞ্চমবারের মতো ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইট) বিশ্বসেরা হয়েছে। তবে গত এক দশকের মধ্যে এই প্রথমবার ব্রিটেনের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ সেরা তিন বিশ্ববিদ্যালয়ের আসন থেকে ছিটকে পড়েছে। তালিকা অনুযায়ী প্রতিষ্ঠানটি ব্রিটেনের সেরা হলেও তারা এবার তৃতীয় স্থান থেকে নেমে গিয়ে চতুর্থ হয়েছে। ২০০৪ সালের পর এটি তাদের সর্বনিম্ন অবস্থান। এ বছর ব্রিটেনের চারশ’ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা ৪৮টির মধ্যে ৩৮টিই তাদের অবস্থান থেকে নিচে নেমে গেছে। যদিও ক্যামব্রিজ, অক্সফোর্ড, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ও ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় সেরা দশের মধ্যে রয়েছে। সেরা একশ’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ১০টি হলোÑ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (টানা পাঁচ বছর ধরে প্রথম), দ্বিতীয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (গত বছর তৃতীয় ছিল), তৃতীয় হার্ভার্ড (গত বছর দ্বিতীয় ছিল), চতুর্থ ক্যামব্রিজ (গত বছর তৃতীয় ছিল), পঞ্চম ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (গত বছরও পঞ্চম ছিল), ষষ্ঠ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড (গত বছরও ষষ্ঠ ছিল), সপ্তম কলেজ লন্ডন সংক্ষেপে ইউসিএল (গত বছরও সপ্তম ছিল), অষ্টম সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি সংক্ষেপে ইটিএইচ জুরিখ (গত বছর ছিল নবম), নবম ইম্পেরিয়াল কলেজ লন্ডন (গত বছর অষ্টম ছিল), দশম ইউনিভার্সিটি অব শিকাগো (গত বছরও দশম ছিল)। -টেলিগ্রাফ অনলাইন।
×