ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে চাষীদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

প্রকাশিত: ০৪:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৬

শেরপুরে চাষীদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ওই সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান, খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক এএম মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁন বক্তব্য রাখেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার জানান, ২০১৬-১৭ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাষকলাই, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা এবং খরিপ-১ মৌসুমের গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলায় এবার ১ হাজার ৭০০ কৃষককে এ প্রণোদনা দেয়া হচ্ছে। এতে প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়। -নিজস্ব সংবাদদাতা, শেরপুর ২৪ সেপ্টেম্বর ব্যাংক খোলা আগামী ১১ সেপ্টেম্বর রবিবার সরকারী ছুটি হওয়ায় ২৪ সেপ্টেম্বর শনিবার পূর্ণদিবস ব্যাংক খোলা থাকবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এছাড়া পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে সরকারী ছুটি সত্ত্বেও আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-আযহার আগে পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ১০ ও ১১ সেপ্টেম্বর খোলা রাখার পরামর্শ দেয়া হচ্ছে। এ সময় ব্যাংকসমূহের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×