ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিঙ্গার বাংলাদেশ-এর নতুন সিইও এম ফাইরোজ

প্রকাশিত: ০৪:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৬

সিঙ্গার বাংলাদেশ-এর নতুন সিইও এম ফাইরোজ

এম এইচ এম ফাইরোজ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে পদন্নোতি পেয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সিঙ্গার বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি সিঙ্গার শ্রীলঙ্কা পিএলসিতে দীর্ঘ ১৫ বছর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার কো¤পানির পরিচালনা পর্ষদের এক সভায় এম এইচ এম ফাইরোজকে নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়, যা ৬ সেপ্টেম্বর ২০১৬ থেকে কার্যকর হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে এ এম হামিম রাহমাতুল্লাহ-এর স্থলাভিষিক্ত হলেন ফাইরোজ। সিঙ্গার বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর চার্টার্ড ইনস্টিটিউট অব মার্কেটিং, ইউকে থেকে মার্কেটিং-এর উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা স¤পন্ন করেন। পরবর্তীতে তিনি ইনস্টিটিউট অব সার্টিফাইড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস (অস্ট্রেলিয়া) থেকে সার্টিফাইড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্ট হিসেবে সনদপ্রাপ্ত হন। তার ২৭ বছরের কর্মময় জীবনে তিনি শ্রীলঙ্কাসহ দেশ-বিদেশের অসংখ্য সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। ফাইরোজ শ্রীলঙ্কার কলম্বোতে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই পুত্রসন্তানের জনক। -বিজ্ঞপ্তি ইলেকট্রনিকস খাতে বিনিয়োগ করতে চান থাই ব্যবসায়ীরা অর্থনৈতিক রিপোর্টার ॥ ইলেকট্রনিকস, অটোমোবাইলস এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে চান থাইল্যান্ডের ব্যবসায়ীরা। তারা খাতগুলো সম্পর্কে জানতে আগ্রহী। থাইল্যান্ড বোর্ড অব ইনভেস্টমেন্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল চোকেদি কায়েসাং সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে এ আগ্রহের কথা জানান। তার নেতৃত্বে থাইল্যান্ডের ২০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ওয়ালটন কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিন দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও আশরাফুল আম্বিয়া, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব) আবদুল কাদের প্রমুখ। ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে মতবিনিময়কালে চোকেদি কায়েসাং বলেন, বাংলাদেশ বিশ্বের দ্রুত অগ্রসরমান অর্থনীতি দেশগুলোর মধ্যে অন্যতম। তাই থাইল্যান্ড বোর্ড অব ইনভেস্টমেন্ট এবং ইলেকট্রনিকস, অটোমোবাইলসহ অন্যান্য খাতের ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনাময় বিনিয়োগ খাতগুলো সম্পর্কে জানতে আগ্রহী। চোকেদি কায়েসাং আরও বলেন, ওয়ালটন পণ্যের ক্ষেত্রে থাইল্যান্ড সম্ভাবনাময় একটি বাজার। থাইল্যান্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়া তথা আসিয়ানভুক্ত দেশগুলোতেও বাজার সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে ওয়ালটনের।
×