ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইথিওপিয়ার জেলে আগুন, ২৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৬

ইথিওপিয়ার জেলে আগুন, ২৩ জনের মৃত্যু

ইথিওপিয়ার একটি কারাগারে আগুন লাগার পর অন্ততপক্ষে ২৩ কয়েদি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। ওই কারাগারে সরকারবিরোধী প্রতিবাদকারীরা বন্দী ছিলেন। খবর ওয়েবসাইটের সরকারী এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২১ জন পদদলিত হওয়ার পর দমবন্ধ হয়ে মারা যান ও অপর দুজন কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে নিহত হন। সরকারী এই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম; তারা প্রত্যক্ষদর্শীদের (এদের নাম প্রকাশ করা হয়নি) বরাত দিয়ে জানিয়েছে, কারারক্ষীরা কয়েদিদের গুলি করেমরেছেন। সাম্প্রতিক মাসগুলোজুড়ে ইথিওপিয়ায় নজিরবিহীন সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছে। শনিবার রাজধানী আদ্দিস আবাবার কিলিনতো কারাগারে আগুন লাগার পর সেখান থেকে ধারাবাহিক গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। টেলিভিশন ফুটেজ ও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ছবিতে কারাগারটির ভেতর থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকারের সমালোচনায় ইরান সৌদি আরবের হজ ব্যবস্থাপনার সমালোচনা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, রিয়াদের দমনমূলক আচরণের কারণে মুসলিম বিশ্বের হজ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে এখন বিবেচনার সময় এসেছে। গত বছর হজের সময় পদদলনে শতাধিক হজযাত্রী নিহত হওয়ার পর থেকেই সৌদি আরবের হজ ব্যবস্থাপনার সমালোচনা করে আসছে ইরান। খামেনি সোমবার এক বিবৃতিতে বলেন, সৌদি শাসকরা, যারা আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং ইরানের গর্বিত ও বিশ্বস্ত হজযাত্রীদের প্রিয় কাবাঘর পরিদর্শনের পথ রুদ্ধ করেছে, তারা মানুষকে অপদস্থ ও বিপথগামী করছে। ইরানের নাগরিকরা এবারের হজ পালন থেকে বিরত আছেন। মে মাসে সৌদি আরব ও ইরানের কর্মকর্তারা হজ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের সমাধানে আসতে ব্যর্থ হয়। ইরানের দাবি, সৌদি কর্তৃপক্ষ ইরানের হজযাত্রীদের ‘যথাযথ নিরাপত্তা ও সম্মান প্রদাণে ব্যর্থ’ হয়েছে। অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষ বলেছে, হজ সংক্রান্ত বিষয়ে ইরানের দাবি ‘অগ্রহণযোগ্য’। গত বছর হজ পালনে দেশটির প্রায় ৬০ হাজার নাগরিক সৌদি আরব গিয়েছিল। -ওয়েবসাইট
×