ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আর্থিক ঝুঁকিতে টেলি কমিউনিকেশন খাত

স্পেসএক্স বিস্ফোরণ মহাকাশ প্রযুক্তির জন্য বড় আঘাত

প্রকাশিত: ০৩:৪১, ৭ সেপ্টেম্বর ২০১৬

স্পেসএক্স বিস্ফোরণ মহাকাশ প্রযুক্তির জন্য বড় আঘাত

স্পেসএক্স রকেট বিস্ফোরণ মহাকাশ গবেষণার জন্য অবাঞ্ছিত দুুুুর্ঘটনা। গত বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ কেনাভেরাল থেকে উৎক্ষেপণের পরপরই এটি বিস্ফোরিত হয়। এ দুর্ঘটনার পর মহাকাশসামগ্রী নির্মাতাদের এখন মাথায় হাত। তাদের কোটি কোটি ডলারের ব্যবসা লাটে ওঠার উপক্রম। ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস। শিল্পোদ্যোক্তা এলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্স। পুরো নাম স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন। ক্যালিফোর্নিয়ার হথ্রোনে এর সদর দফতর অবস্থিত। বিমান ও নভোযানবিষয়ক সামগ্রী উৎপাদন ও মহাকাশে যাতায়াতসেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। একটি দুর্ঘটনা মহাকাশসম্পর্কিত অনেকগুলো লেনদেন অনিশ্চিত করে তুলেছে। এর ফলে ইসরাইলের স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেস কমিউনিকেশন্সকে চীনের জিনওয়ে টেকনোলজি গ্রুপের ২৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যে কিনে নেয়ার যে কথা ছিল তা পিছিয়ে গেছে। বিভিন্ন দেশের জন্য আন্তর্জাতিক মোবাইল যোগাযোগের জন্য কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পূর্ব পরিকল্পনাগুলো ভেস্তে গেছে। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে নাসার রুটিনমাফিক কার্গো পাঠানোও হয়ে পড়েছে অনিশ্চিত। কেবল মহাকাশ খাতেই নয়, ফ্লোরিডা দুর্ঘটনায় প্রভাব পড়তে পারে বীমা খাতের ওপরও। স্পেসসম্পর্কিত বীমার প্রিমিয়াম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্পেসএক্সের সেফটি রেকর্ড মোটামুটি ভাল। ১৪ বছরের পুরনো প্রতিষ্ঠানটিতে এ ধরনের দুর্ঘটনার ইতিহাস নেই। প্রশ্ন হলো, বেসরকারী মহাকাশ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের আস্থা পুনরুদ্ধার করতে পারবে কি-না এবং কেপ কেনাভেরালের ক্ষতিগ্রস্ত উৎক্ষেপণ মঞ্চটি কত দ্রুত মেরামত করে কোম্পানিটি আবার মহাকাশ সার্ভিস শুরু করতে পারবে। বাণিজ্যিক টেলিকমিউনিকেশন কাস্টমারদের জন্য একটি কমিউনিকেশন স্যাটেলাইট সংস্থান করা যথেষ্ট ব্যয়বহুল ও সময়সাপেক্ষ কাজ। এ রকম একটি স্যাটেলাইট তৈরি করতে খরচ পড়ে ২০ থেকে ৪০ কোটি ডলারের মধ্যে এবং সময় প্রয়োজন হয় অন্তত দুই বছর। এরপর এটির মহাকাশে উৎক্ষেপণ হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। তবে স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপিত হওয়ার পর কয়েক বছরের মধ্যে প্রাথমিক বিনিয়োগের অর্থ উঠে আসে। লাভজনকভাবে এটি পরিচালনা করা গেলে ১০ বছরের মধ্যে লাভসহ পুরো বিনিয়োগের অর্থই উঠে আসে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির স্পেস পলিসি ইনস্টিটিউটের পরিচালক ও নাসার সাবেক প্রশাসক স্টক পেস বলছেন, ‘সন্দেহ নেই স্পেসএক্স এ দুর্ঘটনার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। তবে ব্যবসা জগতের নিয়ম হলো সেখানে সময় খুবই গুরুত্বপূর্ণ।’ বর্তমানে স্যাটেলাইট সার্ভিস একটি লাভজনক ব্যবসা। স্যাটেলাইট ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশনের দেয়া হিসাব অনুযায়ী গত বছর এ খাতে ১২ হাজার ৭৪০ কোটি ডলার রাজস্ব আয় হয়েছে।
×