ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওবামাকে দুতার্তের গালি, বৈঠক বাতিল

প্রকাশিত: ০৩:৪০, ৭ সেপ্টেম্বর ২০১৬

ওবামাকে দুতার্তের গালি, বৈঠক বাতিল

ফিলিপিন্সের বিতর্কিত প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের সঙ্গে পূর্ব-নির্ধারিত একটি বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস সোমবার এ কথা জানিয়েছে। লাওসে আসিয়ান সম্মেলনের ফাঁকে মঙ্গলবার দুতার্তের সঙ্গে ওবামার বৈঠকের কথা ছিল। কিন্তু দুতার্তে এর আগে ওবামাকে ‘ বেশ্যার পুত্র’ বলায় ওই বৈঠক বাতিল করা হয়। খবর এএফপি ও বিবিসির। জুনে ফিলিপিন্সের ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতার্তে। ফিলিপিন্সের মাদকচক্রকে শেষ করতে তিনি মাদক কারবারীদের হত্যার অনুমতিও দিয়েছেন। তার মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক অঙ্গন তার কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করলেও নিজের সিদ্ধান্তে অটল আছেন তিনি। ওবামাও বলেছিলেন, আসিয়ান সম্মেলনে ফিলিপিন্সের মাদকচক্রের সঙ্গে সম্পর্কিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করবেন তিনি। এর প্রতিক্রিয়ায় দুতার্তে বলেন, তাহলে ওই সম্মেলনে আমি আপনাকে বেশ্যার পুত্র বলে গালি দেব। এর জেরে দুতার্তের সঙ্গে বৈঠক বাতিল করেন ওবামা। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, লাওসে এ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) সম্মেলনে দুতার্তের পরিবর্তে ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সঙ্গে বৈঠক করবেন। আঞ্চলিক এই সম্মেলনে যোগ দিতে ওবামাসহ বিভিন্ন দেশের নেতারা এখন লাওসে আছেন। পরে অবশ্য বিবৃতি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণের জন্য দুঃখ প্রকাশ করেছেন দুতার্তে।
×